scorecardresearch

মান অভিমানের পালা শেষ, পাহাড়ের বুকেই এক হয়ে গেলেন অর্ণব-ঈপ্সিতা

দূরে কেউ কোথাও নেই, অবশেষে কি মিটল দূরত্বও?

arnab banerjee, ipsita chatterjee, bengali actor, bengali actress, entertainment, tollywood, dhulokona, alta phoring, star jalsha, zee bangla, star jalsha, bengali news today, ie entertainment, bollywood, entertainment news today
অর্ণব-ঈপ্সিতা

কাছের মানুষের থেকে বেশিদিন দূরে থাকা যায়? একেবারেই না! মন সে যে কোনও বাঁধা মানে না। যখন ভালবাসা জিতে যায় তখন সমস্ত দূরত্বই এক নিমেষে শেষ হতে পারে। সেকথা যেন আবার একবার প্রমাণ করলেন অর্ণব এবং ঈপ্সিতা।

একই শুটিং ফ্লোর থেকে প্রেম তারপর আইনি বিয়ে, সামাজিক নিয়মে গাঁটছড়া বাঁধার কথা ছিল এই শীতেই। কিন্তু তাঁর কিছুদিন আগে থেকেই টলিপাড়ায় গুঞ্জন, তাঁদের নাকি মান অভিমান পর্ব চলছে। একসময় শোনা গেল, আলাদাও হয়ে গিয়েছেন তাঁরা। সেই কারণেই পাহাড়ের বুকে বিয়ের প্ল্যানিং বাতিল করেছেন দুই তারকা। যদিও বা এই নিয়ে অর্ণব অথবা ঈপ্সিতা কোনওরকম মুখ খোলেন নি। তবে, এবার সমস্ত গুজব দূরে সরিয়ে নিজেদের অনুরাগীদের উদ্দেশ্যে সুখবর জানালেন তাঁরা।

সমস্ত কিছুই রটনা। পাহাড়ের বুকে আবারও এক হলেন অর্ণব ঈপ্সিতা। তিক্ততা ভুলে, কাছাকাছি দুই ভালবাসার মানুষ। নিজেদের ব্লার ছবিই পোস্ট করেছেন দুজনে কিন্তু একে অন্যের প্রতি যে অফুরন্ত ভালবাসা, সে কিন্তু স্পষ্ট! যদিও দুই তারকার এই ছবি দেখে কিছুটা মন খারাপ অনুরাগীদের। তাঁদের কথায়, এত মিষ্টি দুটো মানুষ কিন্তু ব্লার ছবি কেন? তাঁর থেকে মুখ বোঝা যাচ্ছে এমন ছবি দেখলেই খুশি হতাম।

মান অভিমানের পালা শেষ, পাহাড় যে তাঁদের ভীষণ প্রিয়। তাই তো, বারবার সেখানে ছুটে যান অর্ণব ঈপ্সিতা। আগেও জানিয়েছিলেন, সকলের থেকে অন্যরকম ভাবে বিয়ে করবেন তাঁরা। সকালবেলা, পাহাড়ের বুকে গাঁটছড়া বাঁধবেন, এখন আদৌ সেই কথা সত্যি হয় কিনা সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Arnab ipshita at hill station actors come close together