scorecardresearch

‘সব্বনাশ করেছে…!’ বাংলা সিরিয়ালেও নীল-সাদা হাওয়াই চটি? চর্চা তুঙ্গে

ধারাবাহিকেও রাজনীতির রঙ? তুমুল শোরগোল!

bangla medium serial, bangla medium star jalsha, serial star jalsha, mamata banerjee
বাংলা মিডিয়াম নিয়ে চর্চা

পশ্চিমবঙ্গে নীল সাদা হাওয়াই চটির অর্থ বুঝতে আর কারওর বাকি নেই। এই রাজ্যের এক বিশেষ পরিচয় পর্যন্ত রয়েছে নীল সাদা চটির কারণে। তবে, এবার বাংলা সিরিয়ালেও নীল সাদা চটির কামাল!

বাংলা সিরিয়ালেও এবার হাওয়াই চটি ছুড়ে মেরেই গুন্ডাদের হাত থেকে পরিবারকে বাচাচ্ছে নায়িকা। ঘটনা ঘটিয়েছে তিয়াশা অর্থাৎ ইন্দিরা। বাংলা মিডিয়ামের এই দৃশ্য ঘিরে তোলপাড়। পরনে দামি শাড়ি, সাজ এবং গয়নার বাহার এদিকে পায়ে নীল সাদা হাওয়াই চটি। অভিনেত্রী বন্দুকধারী গুন্ডাদের দিকে হাওয়াই চটি ছুড়ে মারতেই তাঁর হাত থেকে পড়ে গেল বন্দুক! কিন্তু নায়িকার এই আচরণে হেসে লুটোপুটি খাচ্ছেন অনেকেই।

তাঁদের কথায়, এখানেও হাওয়াই চটি? সব্বনাশ করেছে। বলাই বাহুল্য সকলেই এই ঘটনা অর্থাৎ দৃশ্যকে মজার ছলেই নিয়েছেন। একেই বাংলার রাজনীতি তাঁর সঙ্গে বাংলা ধারাবাহিকের এই দৃশ্যপট, সব যেন মিলেমিশে একাকার! এর আগেও এরকম ঘটনা ঘটেছে বটে। মুখ্যমন্ত্রী নিজেও বাংলা সিরিয়াল নিয়ে নানান সময় নানান কথা বলে থাকেন। তিনি এও বলেছিলেন, যে সামাজিক বার্তা যুক্ত সিরিয়াল বেশি করে করা উচিত। কূটকচালি না দেখালেই ভাল।

উল্লেখ্য, বাংলা মিডিয়াম শুরু হওয়ার পর থেকেই নানান বিতর্ক! কেউ বলেছিলেন, এই ধারাবাহিকের মাধ্যমে বাংলা মিডিয়ামকে ছোট করা হচ্ছে, আবার কেউ বলেছিলেন এটি সমাজে হিংসা ছাড়া কিছুই প্রকাশ করবে না। TRP রেটিংয়ের ক্ষেত্রেও আশানুরূপ ফল করতে পারেনি এই ধারাবাহিক। তবে নীল তিয়াশা জুটির ওপর আস্থা রেখেছেন অনেকেই।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Bangla medium serial actress threw hawai choppol to goons