scorecardresearch

মদ্যপ অবস্থায় বিয়ে? বৈবাহিক বন্ধন নিয়ে চরম চর্চা, কাঠগড়ায় ‘বাংলা মিডিয়াম’!

কাঠগড়ায় বাংলা ধারাবাহিক!

bangla medium, bengali medium serial, star jalsha, star jalsha serial, jalsha serial
বাংলা সিরিয়াল নিয়ে তরজা!

বিয়ের নামে এসব কী হচ্ছে? বিয়ের পবিত্র বন্ধ নিয়েও ছেলেখেলা! আবারও এক ভয়ঙ্কর অভিযোগ উঠল বাংলা ধারাবাহিকের দিকে। কাঠগড়ায় বাংলা মিডিয়াম। হাসাহাসি নেটপাড়ায়।

বাংলা সিরিয়াল ছাড়া বাংলার ঘরে ঘরে বিনোদন একেবারেই সম্ভব নয়। আর সেখানে কিনা এই অবস্থা? বিয়ে নামক বিষয় নিয়ে এর আগেও ছিনিমিনি খেলেছে অনেকে। কখনও উড়ন্ত সিঁদুর আবার কখনও ফুলের মালা, বাংলা সিরিয়ালের বিয়ে নিয়ে নিত্যনতুন কিছু না কিছু লেগেই আছে। সেখানে মদ্যপ অবস্থায় বিয়ে! এ যেন একবারে নতুন কিছু। চোখ কপালে দর্শকদের।

বেশিরভাগের বক্তব্য, বাংলা ধারাবাহিকে মতের মিলে বিয়ে হওয়া খুব অদ্ভুত কিছু, এখানে তো কিছু না কিছু ড্রামা লেগেই রয়েছে। তবে, বাড়ির লোকের প্ররোচনায় মাতাল অবস্থায় বিয়ে যেন একটু বাড়াবাড়ি। বাড়ির বড়রা উদ্দেশ্য সাধনের জন্য কাউকে মদ খাইয়ে বিয়ের পিঁড়িতে বসাতে পারে, এ যেন ভাবনার অতীত। রসিকতার সুরে অনেকেই বললেন, যাক অন্তত এবার নতুন একটা কিছু দেখা গেল।

এদিকে, শুধুই বিয়ে নয় বর্তমানে সলোগামি বিয়েও বেড়ে গেছে বাংলা ধারাবাহিকে। গুড্ডি থেকে তুলসি নিজেরাই নিজেদের সিঁথিতে সিঁদুর পড়িয়ে নিয়ে সেরেছেন। সেই নিয়েও শোরগোল কম হয়নি। এদিকে, বিয়ের দিনও দুটো বিনুনি, সাজ নিয়েও শুনতে হল কটাক্ষ। তবে বেশ কিছু দর্শকদের বক্তব্য, সেই ঘুরে ফিরে বিয়ে তাও আবার এইভাবে। আবারও একটা মেয়ের লড়াইয়ের গল্প। একঘেয়েমি আর ভাল লাগছে না।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Bangla medium serial plot bride was drunk netizens reaction