টেলিভিশনের পর্দায় নতুন সিরিয়াল বনাম পুরনো সিরিয়াল, এই যুদ্ধ লেগেই থাকে। পুরনো ধারাবাহিকের ভক্তদের কাছে তাঁদের ধারাবাহিকই শীর্ষে। সেই কারণে নতুন সিরিয়াল এর প্রোমো এলেও আতঙ্ক ঘিরে ধরে ভক্তদের। এই বুঝি শেষ হয়ে গেল তাঁদের ভালবাসার ধারাবাহিক।
বেশ কিছুদিন ধরেই শেষ হবে হবে করছে এই তালিকায় রয়েছে 'গাঁটছড়া' থেকে 'মিঠাই', 'গোধূলি আলাপ' এমনকি স্টারের 'গুড্ডি'ও। তবে, নতুন ধারাবাহিক যে এটুকু সময়ের মধ্যেই শেষের পতাকা উড়িয়ে দিতে পারে এও ভাবা যায় না। প্রসঙ্গে 'বালিঝড়'। তিন জনপ্রিয় মুখ থাকার পরেও কামাল করতে পারেনি এই সিরিয়াল। এমনকি দর্শকদের মনও কাড়েনি কৌশিক-ইন্দ্রাশিস এবং তৃণার এই ধারাবাহিক। ফলেই এরইমধ্যে নাকি শেষ হতে চলেছে এই ধারাবাহিক।
তারমধ্যে ঘোষণা করা হয়েছে 'রামপ্রসাদের'। সব্যসাচী ফিরছেন এই ধারাবাহিকে। স্টারের TRP-জেতার এই বিরাট হাতিয়ার এই ধারাবাহিক। সব্যসাচীর অনুরাগী সংখ্যা কম নয়। তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। 'বালিঝড়ে'র স্লটেই এই ধারাবাহিক সম্প্রচারিত হবে। তবে, সেই ধারাবাহিক? নতুন সময় ঘোষণা না হলেও অনেকেই আন্দাজ করছেন অনুজের মৃত্যুর সঙ্গে সঙ্গেই গুড্ডিও এবার শেষ হওয়ার পালা। সুতরাং সাড়ে ৫টায় দেখা যেতে পারে 'বালিঝড়'।
আরও পড়ুন < ‘আহম্মক, বিশ্বের অশিক্ষিত!’ কথার সঙ্গে কাজের মিল নেই? চরম ট্রোল আলিয়া ভাট >
পুরনো ধারাবাহিকদের মধ্যে 'গাঁটছড়া' এখনও নিজেকে টিকিয়ে রেখেছে। এদিকে, হাল ধরছে 'কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ'। 'মেয়েবেলা'ও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ডোডো-দার জন্য। অনেকেই ভেবেছিলেন ঋদ্ধিমান-খড়ি এবং বনি-কুণালের বিয়ে দিয়েও শেষরক্ষা হবে না। হয়তো এই জায়গায় বসানো হবে রামপ্রসাদকে। সেই দিকে একটু হলেও নিশ্চিন্ত 'গাঁটছড়া' ভক্তরা। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই জুটি বেঁধে পর্দায় ফিরছেন আরেফিন-দীপান্বিতা। অর্থাৎ শান্টু গুন্ডা-খুকুমণি। এই সিরিয়ালের আগমনেই নাকি 'গাঁটছড়া' শেষ হতে পারে। চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও কিছুই জানা যায়নি।
উল্লেখ্য, গত সপ্তাহে এবং সামনের বেশ কিছু সপ্তাহেও IPL এর জেরে সিরিয়ালের নাজেহাল অবস্থা। TRP যে কমবেই এই কথাও প্রমাণিত। এখন চ্যানেলে একের পর এক নতুন সিরিয়াল আনলেই টিআরপি শীর্ষে থাকে কিনা সেই দেখার।