Advertisment

'আবারও শিবকে নিয়ে ছেলেখেলা?' হিরোর মাথায় দুধ-জল পড়তেই রেগে আগুন ভক্তরা

কাঠগড়ায় বাংলা ধারাবাহিক! শিব-ভক্তরা বলছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tollywood, tolly world, tolly news, tolly world story, tolly news, star jalsha serial

এ কি কাণ্ড!

আবারও ধারাবাহিক নিয়ে শোরগোল। টেলিভিশনের পর্দায়, কত কিছু না হয়ে থাকে! আর সিরিয়ালের প্লট টুইস্ট তো মাঝেমধ্যে অবাক করে রেখে দেয় দর্শকদের। এবার সেই কণ্ডই ঘটিয়েছে 'হরগৌরী পাইস হোটেল'।

Advertisment

নামেই রয়েছে মহাদেব এবং পার্বতীর উল্লেখ, তাই শিবরাত্রি উপলক্ষে এক বিশেষ পর্বের দেখাও মিলেছে এই ধারাবাহিকে! কিন্তু এ আবার কি? সোজা স্বামী শশাঙ্কের মাথায় দুধ ঢাললেন অভিনেত্রী! ভয়ঙ্কর কান্ড দেখে হেসে খুন নেটপাড়া। শিবের মাথায় জল ঢালতে গিয়ে সেই জল পড়ল শঙ্করের মাথায়! এও আবার হয় নাকি? কিন্তু এমনটাই ঘটেছে ধারাবাহিকে।

নায়িকাকে বলতে শোনা যায়, "মহাদেব এই দুধ জল আমি তোমার মাথায় অর্পণ করলাম" ... বলা মাত্রই দেখা গেল সেই দুধ জল ওপর থেকে ঢালতে শুরু করলেন অভিনেত্রী। তারপর? সোজা সেই জল এবং বেলপাতা গিয়ে পড়ল শঙ্করের মাথায়। এর দৃশ্য দেখে মাথায় হাত দর্শকদের। কিন্তু ধারাবাহিকে পরিবারের সকলেই বেশ অবাক! তাঁদের যেন ভাষা হারিয়েছে। শিব শম্ভুর নামে অর্পণ করা জল নাকি শঙ্করের মাথায়? তারপর...

এই দৃশ্য দেখে মহাদেবের কী অবস্থা হতে পারে তা ভেবেই জ্ঞান হারানোর অবস্থা শিব ভক্তদের। বললেন, "মহাদেব তো অবাক হয়ে গেছেন"। আবার কেউ বললেন, "মহাদেব জানেন তিনি শঙ্করের রূপে জন্ম নিয়েছেন"? আবার কেউ বললেন, "ঘটি টা উল্টে পড়লেই তো হয়েছিল, আর বাঁচানো যেত না"। আবার কেউ কেউ মহাদেবকে নিয়ে এহেন মজা করায় রেগে আগুন।

শিব কি মজার পাত্র? তাঁকে নিয়ে এহেন ঠাট্টা? রেগে গিয়ে ভক্তরা বলছেন, "আমাদের দেবদেবী নিয়ে ইয়ার্কি মারা যায়! অন্য ধর্ম হলে ওই জলেই চুবিয়ে দিত"। তাঁর সঙ্গে এও দাবি করলেন এহেন মেরুদন্ডহীন কাজকর্ম না করলেই ভাল হয়।

tollywood Entertainment News
Advertisment