TRP-নিয়ে টানাটানি! গৌরিকে টেক্কা ফুলঝুরির, আরও পিছিয়ে পড়ল মিঠাই?

হাড্ডাহাড্ডি লড়াই ধারাবাহিকের

হাড্ডাহাড্ডি লড়াই ধারাবাহিকের

author-image
IE Bangla Entertainment Desk
New Update
TRP list rating bengali

TRP-তালিকায় রদবদল

গত সপ্তাহ পেরিয়ে TRP এসেছে এই সপ্তাহে। ধারাবাহিকের তালিকায় মন জয় করে নিল কোনটি? শেষ থেকে শুরুর দিকে উঠে এল কোনও সিরিয়াল?

Advertisment

গত সপ্তাহ থেকেই দর্শকদের হাপিত্তেশ। পছন্দের ধারাবাহিকরা কে কোন জায়গায় রয়েছে সেই নিয়ে আগ্রহের শেষ নেই। একেই, নানান ধারাবাহিকে প্লট টুইস্ট এমনকি নতুন চরিত্রের আগমন ঘটেছে। তবে লাভের লাভ খুব একটা হয়নি। বরং নিজেদের করিশ্মা টিকিয়ে রাখতে পারেনি 'গৌরি এল'। নিজেদের স্থান খুইয়ে এবার দুই নম্বরে পিছিয়ে গেছে তাঁরা। এদিকে, আবার সেরার সেরা জায়গা দখল করে নিয়েছে 'ধুলোকণা'। লালন চিনতে পেরেছে ফুলঝুরিকে, আর এসবই হারানো জায়গা ফিরিয়ে দিয়েছে। প্রাপ্ত রেটিং ৮.৩।

আরও পড়ুন < ‘রুদ্ধশ্বাস রাজস্থান’, নয়া রহস্য উন্মোচনে ‘একেনবাবু’ অনির্বাণ >

Advertisment

এদিকে, মা হতে চলেছে 'মিঠাই'। বিরাট খুশি মোদক পরিবারে। তারপরেও মন বসছে না দর্শকদের। নম্বর কমে তাঁরা রয়েছে অষ্টম স্থানে। তৃতীয় স্থানে রয়েছে, 'জগদ্ধাত্রী'। কিন্তু নিজের জায়গা ছেড়ে অনেকটা পিছিয়েছে ঋদ্ধি-খড়ির সংসার। পঞ্চম স্থানে পৌঁছেছে 'গাঁটছড়া'। তবে, অনেকদিন পর 'এক্কা দোক্কা' জায়গা করে নিয়েছে TRP তালিকায়। পোখরাজ-রাধিকার বিয়ে দেখে আপ্লুত দর্শকরা। একথা বলা যায়।

এবারের তালিকায় জুড়েছে 'মাধবীলতা', 'নবাব নন্দিনী' এবং 'সাহেবের চিঠির' মত ধারাবাহিক। তবে বদল ঘটেছে বিরাট পরিসরে। গোপাল এবারও হেলেপ করতে পারেননি মিঠাইকে। সামনের সপ্তাহতে ঘটতে পারে আরও সাংঘাতিক কিছু।

Bengali Serial Bengali Television Bengali serial TRP Entertainment News