সূর্য দীপাকে টেক্কা দেওয়ার ক্ষমতা কারওর নেই, আবারও এই কথা প্রমাণিত করল তারা। গত কিছু সপ্তাহ ধরে তারাই রয়েছেন TRP এর শীর্ষে, এবারও তাঁর অন্যথা হল না। প্রথম স্থান ধরে রেখেছে এই পাওয়ার প্যাকট কাপলই। শুধু তাই নয়, দ্বিতীয় স্থানে কারা থাকল জানেন?
বাংলার মানুষের মনে যে জায়গা করা এত সহজ নয়, সেই কথা আরেকবার প্রমাণিত। হাজারো রকম প্লট টুইস্ট করেও সম্ভব হচ্ছে না, সেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। তাঁদের প্রাপ্ত রেটিং, ৮.৩। অন্যদিকে TRP এর তালিকায় ধীরে ধীরে উপরে উঠছে ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকে জমে উঠছে পর্ণা বনাম কৃষ্ণা জুটির বিরোধ। তৃতীয় স্থানে ‘গৌরী এল’কে টেক্কা এই ধারাবাহিকের। রেটিং ৭.৮। মানুষের নজর টানতে এবার অন্যরকম টুইস্ট দেখানোর পালা ‘নিম ফুলের মধু’তে।
এদিকে, ঘোমটা কালীর ঘোমটা খুলে যাওয়ার পর থেকেই ‘গৌরী এল’ নিয়ে রোষ দর্শকদের। গত সপ্তাহের পর এবারও চতুর্থ স্থানে। যদিও গৌরী ঈশানকে নিয়ে এখন অনেকেই বিরক্ত। তবে, এসবের মাঝে ‘মিঠাই’ ভক্তদের কাছে এক খারাপ খবর। একসময়ের রাজ করা মিঠাই রানী এখন দশম স্থানে। শুধু তাই নয়, তাকে টেক্কা দিয়ে উঠে এসেছে ‘মেয়েবেলা’, ‘পঞ্চমী’, ‘রাঙা বউ’ অনেকেই। পঞ্চম স্থানে ‘খেলনা বাড়ি’, ষষ্ঠ স্থানে ‘পঞ্চমী’ ( ৬.৭ ) নিজেদের বজায় রাখলেও ‘বাংলা মিডিয়াম’ এখন অনেকটাই পিছিয়েছে। সপ্তম স্থানে রয়েছে ‘রাঙা বউ’ ( ৬.৬ )।
এদিকে, কামাল করে দিচ্ছে ‘মেয়েবেলা’ ( ৬.৪ )। নির্ঝর এবং মৌ এর সম্পর্কে বদল আসতে আর বেশি দেরি নেই। আর দর্শকও তাঁদের মধ্যে এক মিষ্টি মধুর সম্পর্ক দেখতে বেশ উৎসাহী। অষ্টম স্থানে এই ধারাবাহিক। কিন্তু ‘মিঠাই’ দশম থাকলেও ‘গাঁটছড়া’কে টেক্কা দিয়েছে নিশ্চিন্তে। TRP এর কোথাও নেই জলসার এই ধারাবাহিক। যদিও সামনের দিনে কোনও বদল আসে কিনা সেটাই দেখার।