Advertisment
Presenting Partner
Desktop GIF

আবারও টেক্কা দিল মিঠাই, হাড্ডাহাড্ডি লড়াইয়ে আর কারা জায়গা পেল?

TRP-র লড়াই

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bengali trp

আবারও সেরা মিঠাই

আবারও হাড্ডাহাড্ডি লড়াই ধারাবাহিকের মধ্যে। TRP রেটিং এ দেখা গেল বেশ কিছু অদল বদল। একদিকে ধারাবাহিক শেষ হওয়ার হিড়িক অন্যদিকে TRP তে কে কোথায় রয়েছে সেই নিয়েও দর্শকমহলে উত্তেজনা।

Advertisment

যদিও ধারাবাহিক ভাবে এবারও প্রথম স্থানে মিঠাই। তাকে প্রথম স্থান থেকে কেউ হেলাতে পারেনি। সিদ্ধার্থ ফিরে এসেছে মোদক বাড়িতে। পরিবারে খুশির আমেজ। আর দর্শকরাও মন খুলে উপভোগ করছেন এই ধারাবাহিক। এদের প্রাপ্ত রেটিং ৮.৩। এবার দ্বিতীয় স্থানে গৌরী এল। তার জীবনে ভয়ানক বিপদ, কিন্তু দর্শকদের বিশ্বাস আবারও মায়ের আশীর্বাদে সে বেচেঁ উঠবে। অলৌকিক গাথা হলেও এবার সোনায় সোহাগা গৌরী এল ধারাবাহিকের। প্রাপ্ত রেটিং, ৭.৯। তৃতীয় স্থানে আলতা ফড়িং। তার প্রাপ্ত রেটিং ৭.৫।

আরও পড়ুন < মা দুর্গা জুড়লেন দুই বাংলাকে, কলকাতার ২ পুজোর মুখ পদ্মাপাড়ের অপু বিশ্বাস >

কিন্তু এই সপ্তাহে পিছিয়েছে গাঁটছড়া। ঋদ্ধি খড়ির সম্পর্কের খুনসুটি, আর সিংহ রায় পরিবারে ষড়যন্ত্রের শেষ নেই। পিছিয়ে চতুর্থ স্থানে তাঁরা। হানিমুনের পরেই কী তবে দর্শক হারালো এই ধারাবাহিক। প্রাপ্ত রেটিং, ৭.৪। এদিকে বেশ কিছু সপ্তাহ ধরেই TRP লিস্টে পিছিয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। পঞ্চম স্থানে এই মেগা, রেটিং ৭.১। এছাড়াও প্রথম দশে রয়েছে অন্যান্য ধারাবাহিক।

উমা, ধুলো কণা, অনুরাগের ছোঁয়া, এই পথ যদি না শেষ হয়, মন ফাগুন - পুরনো ধারাবাহিকের অধিকাংশই ঘিরে রেখেছে TRP। নতুন ধারাবাহিক গুলি আবারও পিছিয়ে পড়েছে এই সপ্তাহে। এক্কা দোক্কা, সাহেবের চিঠি, নবাব নন্দিনীর মত সিরিয়াল এখনও জায়গা করে নিতে পারেনি। আগামী সপ্তাহে শুরু আরও নতুন ধারাবাহিক। এই সপ্তাহে শুরু হয়েছে মাধবীলতা, ক্যানিংয়ের মিনু। কিন্তু আদৌ TRP তীর ঘোরে কিনা সেটাই দেখার।

Bengali Television Bengali serial TRP
Advertisment