এই সপ্তাহে বাংলা ধারাবাহিক জুড়ে নতুন কিছু থাকলেও দর্শকদের কাছে কিন্তু এক এবং অনন্য সেই একই ধারাবাহিক। অর্থাৎ সূর্য দীপার রোম্যান্স। শৈল শহরে একের পর এক এপিসোড, সোনা রূপার সত্যি সামনে আসলেও সূর্য দীপার মিল হচ্ছে না। কিন্তু তার পরেও বেঙ্গল টপার তারাই।
যদিও, নম্বর কমেছে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের। দীর্ঘ কিছুমাস ধরে এই ধারাবাহিক শ্রেষ্ঠ আসনে বসে রয়েছে। কোনওভাবে তাঁদের নিচে নামানো যাচ্ছে না। তবে, এই সপ্তাহে ঘটেছে এক ঘটনা। অর্থাৎ, 'নিম ফুলের মধু'কে টেক্কা দিয়ে আবারও নিজের জায়গা ফিরে পেয়েছে 'জগদ্ধাত্রী'। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে তাঁরা। প্রাপ্ত সেটিং ৮.০। খেলনা বাড়ি ধরে রেখেছে নিজের জায়গা, তৃতীয় স্থানে ৭.৫ রেটিংয়ের সঙ্গে জায়গা পাকাপোক্ত করেছে এই ধারাবাহিক। যদিও চতুর্থ স্থানে একইসঙ্গে জি বাংলার দুই ধারাবাহিক, 'গৌরী এল' এবং 'নিম ফুলের মধু', রেটিং ৭.৩।
আরও পড়ুন < মান অভিমানের পালা শেষ, পাহাড়ের বুকেই এক হয়ে গেলেন অর্ণব-ঈপ্সিতা >
তাহলে কি জি বাংলাকে টেক্কা দিতে পারছে না স্টার? TRP কিন্তু তেমনই বলছে। তবে, জি বাংলার বেশ কিছু সিরিয়ালের রেটিংও একেবারেই ভাল নয়। অনেকদিন পর TRP তে জায়গা পেয়েছে সোহাগ জল। এদিকে, 'আলতা ফড়িং' এর শুটিং শেষ। সেই জায়গায়, আসতে চলেছে বহু প্রতীক্ষিত 'কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ'। টাইম স্লট বলছে, 'খেলনা বাড়ির' সঙ্গে পাল্লা দেবে এই ধারাবাহিক। এখন এই নতুন, এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের ধারাবাহিকটি বাংলার মন জয় করতে পারে কিনা সেটাই দেখার। এ সপ্তাহের তালিকায় শেষের দিকে উঠে এসেছে অনেক নতুন সিরিয়াল। 'মেয়েবেলা', 'হরোগৌরী পাইস হোটেল' এমনকি 'গাঁটছড়া' রয়েছে নিজের জায়গায়।
তবে, সবকিছুর পরেও নিজের জায়গা ধরে রাখতে পারছে না 'মিঠাই'। মাঝেমধ্যেই TRP লিস্ট থেকে হাপিস সিদ্ধার্থ এবং হল্লা পার্টি। কানাঘুষো, শোনা যাচ্ছে এই ধারাবাহিক নাকি শেষ হয়ে যেতে চলেছে। সেই জায়গায় আসছে ঋত্বিক এবং অরুণিমার 'মন দিতে চাই'। নেক টু নেক এখন শুধু প্রতিযোগিতা হবে। স্টার এর মঞ্চে আরেক হাতিয়ারও তৈরি। সব্যসাচীর 'রামপ্রসাদও' যে দর্শকদের মন জয় করে নেবে সেকথাও পরিষ্কার। যদিও, এখনো টাইম স্লট পায়নি এই ধারাবাহিক।
উল্লেখ্য, 'অনুরাগের ছোঁয়া'র বিপরীতে স্বস্তিকার 'তোমার খোলা হাওয়া'ও কামাল করতে পারে নি। সেই জায়গায় আসতে চলেছে মুকুট। এদিকে, স্টার জলসার 'ইচ্ছে পুতুল' হোক অথবা 'পঞ্চমী', ধীরে ধীরে এগিয়ে চলেছে তাঁরা।