Bengali Serial TRP List This Week: বাংলা সিরিয়াল ছাড়া সন্ধ্যে কাটে বাঙালি রমণীদের? নিশ্চই না! দীর্ঘদিন একটি ধারাবাহিকের সঙ্গে মানুষ নিজের অন্তরের, সংসারের মিল খুঁজে পায়। যে সিরিয়াল যত দিন পুরোনো, ততই মানুষের মনের মণিকোঠায় জায়গা পায় সেটি। তাই, তো এই সপ্তাহে টপারের জায়গা দখল করেছে ফুলকি।
ফুলকিতে এখন, রোহিত এবং ফুলকির সম্পর্ক ঠিক পথে যাচ্ছে। ফলেই, দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। তাই এবার একদম টপে রয়েছে 'ফুলকি'। তাঁদের প্রাপ্ত TRP, ৭.৫। দ্বিতীয় স্থানে রয়েছে আরেকটি এমন ধারাবাহিক, যেটি অনেকদিন ধরেই মানুষের বেশ কাছের হয়ে উঠেছে। পাঁচকমশাই আর গোবরদেবীর ম্যাজিকাল ট্রিকস মান্ডবিকে নাজেহাল করে দিতে প্রস্তুত। 'কথা' ধারাবাহিকের প্রাপ্ত TRP, ৬.৯।
যেই ধারাবাহিক, বহুদিন ধরে বেঙ্গল টপার ছিল, 'নিম ফুলের মধু', সেটি এখন তিন নম্বরে নেমে এসেছে। প্রাপ্ত TRP ৬.৮। চতুর্থ স্থানে রয়েছে অনেকগুলি ধারাবাহিক একসঙ্গে। 'গীতা', 'কোন গোপনে মন ভেসেছে', এমনকি দেখা যাচ্ছে 'জগদ্ধাত্রী' রয়েছে সেই তালিকায়। তিনজনের প্রাপ্ত রেটিং, ৬.৪। স্টার জলসার আরও দুটি ধারাবাহিক, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে। দুটিই নতুন ধারাবাহিক। পঞ্চম স্থানে রয়েছে 'উড়ান'। ষষ্ঠ স্থানে রয়েছে, 'শুভ বিবাহ'। তেজ আর সুধার মধ্যে বনিবনা নতুন জায়গায় পৌঁছচ্ছে। ফলে, দর্শকদের বেশ আনন্দের জায়গা তৈরি হচ্ছে। শুভ বিবাহের প্রাপ্ত রেটিং, ৬.০।
এর পাশাপাশি, সপ্তম স্থানে রয়েছে, 'রোশনাই'। অষ্টম স্থানে 'বধূয়া', নবম স্থানে রয়েছে 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'। এবং দশমে, বেশ বিতর্কিত একটি ধারাবাহিক 'মিঠিঝোড়া'। দুই বোনের মধ্যে যে লড়াই, সেটি মাত্রা ছাড়িয়েছে। একদিকে, দর্শক যেমন ক্ষুব্ধ তেমনই অনেক নতুন সম্পর্ক শুরু হয়েছে এই ধারাবাহিকে।
উল্লেখ্য, বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। দুপুরের স্লট, এবং নতুন সিরিয়াল সাধারণত দেখা যায় না। প্রাইম টাইমের জায়গায় দুটি নতুন সিরিয়ালকে দুপুরে পাঠানো হয়েছে। তাঁর মধ্যে 'অমর সঙ্গী' এবং 'কাজল নদীর জলে' রয়েছে।