Advertisment

শীঘ্রই নতুন ধারাবাহিকে 'আয় তবে সহচরীর' টিপু, নতুন চরিত্র নিয়ে উচ্ছ্বসিত ইন্দ্রনীল

কোন চ্যানেলে আসছে এই ধারাবাহিক?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

নতুন ধারাবাহিকে টিপু

টেলিভিশনে আসতে চলেছে আবারও নতুন ধারাবাহিক। জি বাংলার পর্দায় খুব শীঘ্রই নতুন ধারাবাহিক। আর সেই ধারাবাহিকের হিরো কে হচ্ছেন সেই আলোচনাও শেষ।

Advertisment

টেলিপর্দার জনপ্রিয় মুখ সে। জানা যাচ্ছে, আয় তবে সহচরী খ্যাত টিপু। ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে নিয়েই গল্প বুনতে চলেছে জি বাংলা। কিন্তু হঠাৎ এই চ্যানেল বদল? সেই নিয়ে কিছু না জানা গেলেও, চ্যানেল পরিবর্তন করতে পেরে সে নিজেও বেজায় খুশি। সম্পূর্ণ নতুন চরিত্রে দেখা যাবে এবার ইন্দ্রনীলকে।

আরও পড়ুন < শচীন, লতা মঙ্গেশকরের সঙ্গে মমতার তুলনা! মারাত্মক বিতর্কে রাজ চক্রবর্তী >

দীর্ঘদিন কাজ করেছেন স্টারের সঙ্গে। তবে এবার অন্য পথ। এক ব্যবসায়ীর চরিত্রে তিনি অভিনয় করবেন। ইন্দ্রনীলের কথায়, সব অভিনেতাদের ইচ্ছে থাকে নতুন চরিত্রে কাজ করার। অনেক বছর একই চ্যানেলের সঙ্গে কাজ, একটু বদলাতে চেয়েছিলাম। তবে রোম্যান্টিক নয়, ভিন্ন চরিত্রে। এমকি আলাদা লুকও দেখতে পাবেন দর্শকরা।

এদিকে, চ্যানেলে নতুন ধারাবাহিক মানেই পুরনো এক ধারাবাহিকের বন্ধ হওয়ার পালা। একেতেই দিন দিন TRP কমছে ধারাবাহিকের। একসময় বেঙ্গল টপার মিঠাই এখন সপ্তম স্থানে? নিম ফুলের মধু আসছে জি বাংলায়। তাহলে এখন কোন ধারাবাহিক তাঁর যাত্রা শেষ করে সেটাই দেখার।

Bengali Serial Bengali Television indranil chatterjee
Advertisment