Advertisment

TRP-তে আমূল পরিবর্তন, এই সপ্তাহের বিজয় হাসি হাসলেন কারা?

এই সপ্তাহে বিরাট বদল ফিকশন, নন ফিকশনে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bengali TRP fiction non fiction serial show

কাদের ভাগ্য বদলালো?

বৃহস্পতিবার মানেই ভাগ্য পরীক্ষা। গত সপ্তাহে কারা কীভাবে মনোরঞ্জন করল সেই দেখার পালা। একেই একাধিক ধারাবাহিক বন্ধ হওয়ার খবর। 'মাধবীলতা' থেকে 'ধুলোকনা', মন ভাল নেই দর্শকদের। তবে বাংলার ঘরে ঘরে ধারাবাহিকের প্রতি দর্শকদের ভালবাসার তুলনা নেই।

Advertisment

জি বাংলা এবং স্টার জলসার ফিকশনাল শোয়ের মধ্যে সবসময় লড়াই চলে দেখার মত। নেক টু নেক কম্পিট করে সকলে। একেই, নতুন ধারাবাহিকের চাপ তাঁর সঙ্গে দর্শককে আনন্দ দেওয়ার চেষ্টা, সবমিলিয়ে এবার একদম প্রথমে রয়েছে 'জগদ্ধাত্রী'। তারা নিজেদের জায়গা কায়েম রেখেছে। রেটিং, ৮.২। এদিকে, প্রথম জায়গা ছেড়ে দুইয়ে নেমে এসেছে 'অনুরাগের ছোঁয়া'। যদিও এই ধারাবাহিকে টানটান উত্তেজনা।

আরও পড়ুন < ‘দিদি নম্বর ১’-এ রচনাকে প্রশ্নই করতে দিলেন না শ্রীতমা! চাইলেন জবাব, দেখুন কী কাণ্ড >

প্রায় অনেক সপ্তাহ পর, আবার প্রথম পাঁচে ফিরে এসেছে 'গাঁটছড়া'। গল্পে নানান অজানা মোড়, খড়ি ঋদ্ধির সম্পর্কের বাঁধন থেকে রাহুলের জীবনে নতুন মানুষের আগমন, সব মিলিয়ে সিংহ রায়দের পরিবারে কোলাহলের শেষ নেই। তারা এই সপ্তাহে রয়েছে চার নম্বরে। একইসঙ্গে এই জায়গার অধিকারী আরও দুটি সিরিয়াল। 'ধুলোকনা' এবং 'খেলনা বাড়ি'ও রয়েছে। যদিও, কানাঘুষো শোনা যাচ্ছে ধুলোকনা নাকি বন্ধ হয়ে যেতে চলেছে। সেই নিয়েও দর্শকদের রোষানলে চ্যানেল কর্তৃপক্ষ। ইন্দ্রাসিশ মানালি জুটি বেজায় পছন্দের তাঁদের। প্রাপ্ত রেটিং, ৭.১।

তবে, 'মিঠাই'? তারা কিন্তু নিজের মত করে সাজিয়ে নিয়েছে TRP। সপ্তম স্থানে ধরে রেখেছে নিজেদের। একটা চাপা উত্তেজনা তাঁর সঙ্গে মিঠাইয়ের ফিরে আসার অপেক্ষা, কোনদিকে ঘুরছে এই ধারাবাহিক! সপ্তম স্থানে একই সঙ্গে পাল্লা দিচ্ছে স্টারের 'এক্কাদোক্কা'। প্রাপ্ত রেটিং ৬.৬। নতুন ধারাবাহিক হিসেবে 'নিম ফুলের মধু' গতসপ্তাহে জায়গা করে নিয়েছিল। তারাও রয়েছে ষষ্ঠ স্থানে।

আরও পড়ুন < প্রথম সপ্তাহেই ছক্কা হাঁকাল ‘নিম ফুলের মধু’, নন ফিকশনে সেরা দেবের শো! >

এদিক, নন ফিকশন? তাঁদের কী অবস্থা? গত সপ্তাহে জানা গিয়েছিল, আবির এবং দেবের মধ্যে TRP যুদ্ধ শুরু হয়েছে। তবে, প্রথম স্থান হারিয়ে এবার দ্বিতীয় স্থানে 'ড্যান্স ড্যান্স জুনিয়র'। সেখানে 'সারেগামাপা' এগিয়েছে প্রথমে। আবির হাসলেন এই সপ্তাহের হাসি। এদিকে, পিছিয়ে পড়লেন রচনা এবং সুদীপা চট্টোপাধ্যায়। তাঁদের TRP কিন্তু ক্রমশই কমছে।

Bengali Television Bengali serial TRP Bengali Serial TRP Entertainment News
Advertisment