সিরিয়ালের 'ভজ গোবিন্দ' এবার সিনেমায়, দারুণ উচ্ছ্বসিত রোহণ ভট্টাচার্য

টিভির পর্দায় সমান জনপ্রিয় অভিনেতা, রিয়্যালিটি শোতেও স্টেজ কাঁপাচ্ছেন তিনি

টিভির পর্দায় সমান জনপ্রিয় অভিনেতা, রিয়্যালিটি শোতেও স্টেজ কাঁপাচ্ছেন তিনি

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bhojo gobindo actor rohan bhattacharya on new film shooting

রোহণের নতুন ছবি

পরপর অনেকগুলো বাংলা ধারাবাহিক, দর্শকদের মনে তো বটেই তবে বঙ্গ তনয়ার মনে জায়গা করেছিলেন নিঃসন্দেহে। 'ভজ গোবিন্দ' ধারাবাহিক দিয়েই ব্যাপক পরিচিতি পান রোহণ ভট্টাচার্য, আর এবার সোজা ছক্কা হাঁকালেন অভিনেতা। বড়পর্দায় অভিষেক ঘটাতে চলেছেন রোহণ!

Advertisment

ঘটনা একেবারেই সত্যি। পরিচালক সৌরদীপ বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবির সঙ্গেই জুড়েছেন তিনি। আপাতত ছবির নাম ঠিক হয়েছে 'স্বর্গদ্বার'। রোহণ এই প্রথম বড়পর্দায় কাজ করতে চলেছেন, বলাই বাহুল্য বেজায় উত্তেজিত সে। নিদারুণ রোমাঞ্চকর হতে চলেছে এই চরিত্র। অভিনেতা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গল্প সত্যি দারুণ। কিছু শট নেওয়া কমপ্লিট। তবে অধরা এখনও অনেককিছুই। অন্যান্য কারা থাকছেন সে বিষয়ও অজানা। তবে শহর কলকাতাতেই হবে শুটিং।

Advertisment

আরও পড়ুন < বিরিয়ানি রান্নাতেও সিদ্ধহস্ত কিংবদন্তী গায়িকা, ৮৯ তম জন্মদিনে জানুন আশা ভোঁসলের অজানা কাহিনী >

নতুন সিরিজের শুটিং শেষ করেছেন। আপাতত ভীষণ ব্যাস্ত ড্যান্স ড্যান্স জুনিয়র নিয়ে। সেখানে রীতিমতো কামাল করছেন রোহণ। সোশ্যাল মিডিয়ায় নিজেকেই ভাসান বাপী বলে সম্বোধন করেছেন অভিনেতা। এবারের ড্যান্স ড্যান্স জুনিয়রে টেলিদুনিয়ার পরিচিত মুখ অনেকেই রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় বেজায় সক্রিয় অভিনেতা। অনুরাগীদের উদ্দেশ্যে মাঝেমধ্যেই মজাদার রিল শেয়ার করেন। নিজেও নিজেকে নিয়ে মজা করতে ছাড়েন না তিনি। একের পর এক ওয়েব সিরিজ-নতুন ছবি। তারই মাঝে সমান তালে চলবে ধারাবাহিক, যদিও এই নিয়ে কিছুই জানাননি রোহণ।

Bengali Actor Bengali Television Star Jalsha