/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/srijita.jpg)
বিগ বস থেকে বাদ পরলেন অভিনেত্রী
বিগ বসের ঘর থেকে বেরিয়ে গেলেন সৃজিতা দে। মনে প্রচণ্ড রাগ, ক্ষোভ, অভিনেত্রী বিগ বস হাউসের বাইরে এসেই উগড়ে দিলেন সবকিছু। এবং সমস্ত ঘটনার জন্যই দায়ী করলেন গোরিকে।
বিগ বসের অন্যতম প্রতিযোগী গোরি নাগরীর সঙ্গে ঝামেলা এবং অশান্তি। সেই বিষয় নজর এড়ায়নি কারওর। শুধু অশান্তি বললেও ভুল হবে। বরং চুলোচুলি মারামারি পর্যন্ত হয়। তবে এর জন্য কোনও শাস্তিই পেলনা গোরি। বাইরে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন সৃজিতা। কী বললেন তিনি?
আরও পড়ুন < ঝুলন্ত দেহ উদ্ধার ‘সসুরাল সিমর কা’ খ্যাত বৈশালী টক্করের, অভিনেত্রীর ডায়েরি ঘিরে বাড়ছে রহস্য >
তাঁর কথায়, হাউজের ভেতরে যখন সেই ঝামেলা হয় তখন অশালীন আচরণ করছিল গোরি। বার বার নিতম্বে চাপড় মেরে অদ্ভুত এবং অশালীন আচরণ করেন। জিভ বের করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। এই ঘটনার জেরে সকলেই রেগে যান, কিন্তু একা প্রতিবাদ করেন সৃজিতা। তার থেকেই জল গড়িয়ে যায় অনেক দূর।
যদিও বা সৃজিতা আশা করেছিলেন নিরপেক্ষ বিচার হবে। তাকে এভাবে চলে যেতে হবে এ স্বপ্নেও ভাবেন নি। অভিনেত্রী বলেন, "আমার খুব খারাপ লেগেছিল। আমার বাতিল হওয়ার আগের দিনও সকলে বলেছিলেন এই কারণে আমায় বাদ দেওয়া যায় না, সকলেই বেশ অবাক হয়েছেন। বিচার সঠিক ভাবে হয়নি বলেই দাবি সৃজিতার। একতরফা হয়েছে সবকিছুই"। এবারের বিগ বস নিয়ে হাঙ্গামা তুঙ্গে। সাজিদ খানের হাউজে প্রবেশ হোক কিংবা প্রতিযোগীদের মধ্যে সমস্যা - সবকিছুই বড় বিচিত্র।