Advertisment

চারপাশে কিলবিল করছে কেউটে, সাপের বিষের নেশাই কাল হল এলভিশ যাদবের!

চূড়ান্ত গণ্ডগোলে ফাঁসলেন বিগ-বস বিজেতা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bigg Boss winner elvish yadav snake case fir filed

বিপাকে এলভিস

বিগ বস জিতেই এসব কান্ড! রেভ পার্টির আয়োজন করেই বিপাকে এলভিস যাদব। জ্যান্ত সাপ এবং সাপের বিষ সরবরাহ করতেন তিনি? ভয়ঙ্কর অভিযোগে ছারখার সলমনের শোয়ের বিজেতা।

Advertisment

বিগ বসের শেষ সিজনের বিজেতা তিনি। তারপর থেকেই নানা কান্ড কারখানায় নাম জড়িয়েছে তাঁর। কিন্তু এবার, ভয়ঙ্কর বিপদ! সাপ এবং সাপের বিষ সংরক্ষণ সরবরাহ ক্ষেত্রে নাম জড়াল তাঁর। মুম্বইয়ের একটি রেভ পার্টি থেকে উদ্ধার করা হল, সাপের বিষ। অন্ধকার ঘর, চারিদিকে ধোঁয়াশা এমনকি জ্যান্ত সাপের আনাগোনা। পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়েছে এলভিস যাদবের বিরুদ্ধে।

গ্রেফতার করা হয়েছে প্রায় পাঁচজনকে। তাঁদের জেরার পরেই উঠে এসেছে এলভিস এর নাম। খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ। মাদকের সঙ্গে সঙ্গে জ্যান্ত কয়েকটি সাপ এবং সের বিষ পাওয়া গিয়েছে সেই পার্টি থেকে। বিষধর সাপের মধ্যে কোবরা প্রজাতির সাপ ছিল বলেই উল্লেখ করা হয়েছে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, এলভিস যাদবের নামে অভিযোগ এমনই তিনি নাকি এই বিষ নিজে হাতে সরবরাহ করতেন। অভিযোগ দায়ের করা হয়েছে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের নানা ধারায়।

কিন্তু এর শুরু কোথায়?

এক অ্যানিমাল ওয়েলফেয়ার অফিসারের তরফেই নাকি প্রথম অভিযোগ গিয়েছিল। কনটেন্ট ক্রিয়েটার এলভিস নাকি নয়ডার এক ফার্ম হাউস এলাকায় সাপ নিয়ে ব্যবসা করতেন। তাঁদের ভিডিও প্রকাশ্যে এসেছিল। এমনকি বিগ বস বিজেতাকে দেখা গিয়েছিল সাপ নিয়ে খেলা করতেও।

সূত্রের খবর, এলভিস এর এজেন্ট এসব কাণ্ডের কথা স্বীকার করে নিয়েছেন। শুধু তাই নয়। ইউটিউবারকে জেরা শুরু করা হয়েছে। এমনকি তাঁর অফিসিয়াল পেইজ থেকে জানানো হয়েছে, তিনি নাকি এসব কিছুই করেননি। শুধু তাই নয়। তাঁকে নিয়ে মিথ্যে রটানো হচ্ছে। যোগী আদিত্যনাথ যেন তাঁকে সহায়তা করেন সেকথাও জানিয়েছেন তিনি।

bollywood Entertainment News
Advertisment