কারওর বাড়িতে কারওর ঢোকা কখন নিষেধ হয়? যখন সেখানে কোনও অতীত জড়িয়ে থাকে। সবাই যেটা দেখছে না, সেটা একজনের চোখে পড়ার অর্থ? তাঁর মস্তিষ্কে গন্ডগোল নাকি কয়েকশো বছর পুরোনো কোনও নির্মম ইতিহাস?
Advertisment
এবার, সেরকম একটি গল্পই দেখা যাবে স্টার জলসার পর্দায়। ড্রাইভারের মেয়ে এবং মালিকের ছেলেকে নিয়ে নতুন ধারাবাহিক চিনি। বর্তমান প্রেক্ষাপটের আড়ালেও কি অতীতের কোনও ছায়া আজও তাড়া করে বেড়ায় এই চিনিকে? তার উত্তর খুঁজতেই এই ধারাবাহিক। বেশ চমকপ্রদ হতে চলেছে এই ধারাবাহিক।
স্টার জলসার এই ধারাবাহিকে অন্যরকম কিছু দেখা যেতে চলেছে। চিনি এবং দ্রনের এই গল্প অতীত এবং বর্তমানের এক আখ্যান তুলে ধরবে। অবশ্যই তাতে বেশ গুরুত্বপূর্ন ভূমিকায় রয়েছেন দ্রনের ঠাকুমার। সেই ভূমিকায় দেখা যেতে চলেছে সোহাগ সেনকে। এছাড়াও, বহুদিন পর ধারাবাহিকে ফিরছেন সোমরাজ মাইতি। তিনি টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ। তাঁর বিপরীতে দেখা যাচ্ছে অভিনেত্রী ইন্দ্রানী ভট্টাচার্যকে।
সিরিয়ালে দেখা যাচ্ছে, ড্রাইভারের মেয়ের যার চৌধুরী বাড়িতে ঢোকা এক্কেবারেই মানা সেখানে, দ্রোনের অনুরোধে চিনি এসে পরে। তারপরই শুরু হয় অশান্তি। ঠাকুমার বারণ সত্বেও সে এইকাজ করে। এবং এখানেই শেষ না ঠাকুমার পা ধরে প্রমাণ পর্যন্ত করে নেয় চিনি। সেখানেই ওলোট পালোট সব দৃশ্য। বছর পুরোনো স্মৃতি মনে পড়ে যায় তার। সঙ্গে এক বিভৎস আগুনের দৃশ্য। গাড়ি ফেটে আগুন বেরোচ্ছে। একটাই বাক্য চিনিকে আওড়াতে শোনা যায়...
"ও আগুনে পুড়ে যাচ্ছে। গাড়িতে আগুন, ও পুড়ে যাচ্ছে।" এই বলে দৌড়াতে গেলেই তাঁকে ধরে নেয় দ্রোন। এবং একটাই কথা বলে, "ওই গাড়িতে আগুন লাগলে তুমি এলে কী করে?" বেশ রহস্য রোমাঞ্চে পরিপূর্ন এক ধারাবাহিক হতে চলেছে চিনি।