Advertisment
Presenting Partner
Desktop GIF

প্রয়াত ইনস্পেক্টর ফ্রেডরিক্স, ৫৭-তেই চলে গেলেন CID খ্যাত দীনেশ ফড়নিস

দীর্ঘদিন কাজ করেছেন ফ্রেডরিক চরিত্রে, তাঁর মৃত্যুতে শোকাহত CID পরিবার

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Cid famed actor Dinesh phadnis died due to liver damage

প্রয়াত অভিনেতা

কমল সদস্য। CID এর ফ্রেডরিক আর নেই। প্রয়াত অভিনেতা দীনেশ ফড়নিস। সকাল হতেই এল দুঃসংবাদ।

Advertisment

তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর। দীর্ঘদিন কাজ করেছেন টেলিভিশনের এই জনপ্রিয় শোয়ে। কী হয়েছিল তার? কখন ঘটল এই ঘটনা? ইন্ডিয়ান এক্সপ্রেসকে তাঁর সহ অভিনেতা দয়ানন্দ শেট্টি জানিয়েছেন খবর একেবারেই সত্যি। কাল রাত ১২ টা বেজে ৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে তাঁর চিকিৎসা হত। ভর্তি ছিলেন তিনি।

অভিনেতার শারীরিক অবনতি হচ্ছিল প্রতিনিয়ত। শুধু তাই নয়, শেষ রাতে তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে নিয়ে আসা হয়। শরীরে বাসা বেঁধেছিল নানা সমস্যা। মাল্টিপল অর্গান ফেলিওর থেকেই অভিনেতার মৃত্যু। আজ সকালে মুম্বাইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। রবিবার থেকেই যত সূত্রপাত।

হঠাৎ করেই তাঁর হার্ট এ্যাটাক হয়। রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নানা পরীক্ষা নিরীক্ষা চলার পরে জানা যায় এটা আসলেই হার্ট এ্যাটাক না বরং লিভার ড্যামেজ। অভিনেতার মৃত্যুতে শোকস্তবধ CID পরিবার।

উল্লেখ্য, টিভিতে কাজ করার সুবাদে ঘরের মানুষ হয়ে উঠেছিলেন দীনেশ। এছাড়াও কাজ করেছেন তারক মেহেতা কা উল্টা চশমায়। কাজ করেছেন সুপার ৩০ এবং সারফারশ এর মত ছবিতে।

Entertainment News
Advertisment