মানুষ নিজের আইডলের কাছ থেকে কিছু পেলে কত কি না করতে পারে? এপ্রসঙ্গে, ড্যান্সার জিৎ এর অভিজ্ঞতা ঠিক যেমন হয়েছিল তিনি নিজেও যেন শব্দ খুঁজে পাচ্ছিলেন না। কী হয়েছিল আসলে?
Advertisment
ড্যান্স বাংলা ড্যান্স এর চেনা মুখ জিৎ দাস। অনেক সংগ্রাম, অনেক লড়াই, তারপর নিজের পরিচিতি পেয়েছেন। মানুষের মনোরঞ্জন করছেন। এখন অনেকটাই সুখের সময় তাঁর। জীবনে আশার আলো দেখেছেন। তাই তো, মূল্যবান জিনিস কদর করতে জানেন। দিদি নম্বর ওয়ানের মঞ্চে তাঁকে নানা বিষয়ে কথা বলতে শোনা গেল।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মা। পাশে যখন মা দাঁড়িয়ে রয়েছেন তখন আর কীসের ভয়? ছোট থেকে ড্যান্স ইন্ডিয়া ড্যান্সের মঞ্চে তাঁর আসা যাওয়া ছিল। সেখানে উপস্থিত ছিলেন, অনেক তারকা ড্যান্সাররা। জিৎ বললেন, আমি তো কোনোদিন ব্র্যান্ডেড জুতো পড়বো ভাবতেই পারিনি। এটাও হবে আমি জানতাম না। প্রভু স্যার যে জুতোগুলো পড়তেন সেটা তো ছেড়েই দাও। তখন আমি অতো ইংরেজি বলতে পারতাম না। আমি একদিন স্যারকে এমনিই জিজ্ঞেস করলাম , এটা কি খুব দামী?
তারপর? যেটা ঘটেছিল আজও সেটা স্বপ্নের মত জিতের কাছে। জিৎ বলেন, প্রভু দেবা জিজ্ঞেস করেছিলেন, তোমার চাই এটা? আমিও তখন না বুঝে হ্যাঁ হ্যাঁ বলেছিলাম। তারপর, যখন আমি ফিরে আসছি। একটা পার্সেল এল, সেখানে লেখা ছিল ভালবাসার সঙ্গে PD। আমি খুলি নি ওটা, বাড়ি এসে দেখলাম আমার সাইজের একটা ছোট ব্র্যান্ডেড জুতো ঠিক স্যারের মত। আমি ওটা কোনোদিন পড়ি নি। যেখানে আমার মোমেন্ট প্রাইজ গুলো রাখা, সেখানে রেখে দিয়েছি।
গুরুর তরফে শিষ্য যদি, এহেন পুরস্কার পায় তবে এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। সেই কারণেই প্রভুর দেওয়া উপহার মাথায় করে রেখেছেন। তাকে পায়ে গলানোর মত সাহস পর্যন্ত হয়নি।