বাংলা টেলিভিশনের মঞ্চে এখন এক ও অনন্য শো ড্যান্স ড্যান্স জুনিয়র। মারকাটারি লড়াই শুরু হয়েছে TRP বাড়ানোর চক্করে। আর এই শোয়ের মনোরঞ্জন শুধু ধুয়াধার নাচের পারফরমেন্স নয়, বরং ভাসান বাপি। রোহণ ভট্টাচার্যকে এই ভূমিকায় দর্শকরা বেজায় পছন্দ করেছেন। তবে এ কী বলে ফেললেন তিনি?
Advertisment
ভাসান বাপি ফ্লোরে না এলে একেবারেই শো জমতে পারে না। তাঁর মজাদার কথা না শুনলে, ঘুম আসে না দর্শকদের। রোহণ নিজেও বেজায় আনন্দ করেন স্টেজে এসেই। কখনও ক্যাপ্টেনদের সঙ্গে মজা করছেন আবার কখনও লাড্ডুর সঙ্গে মিষ্টি ঝগড়া। দেবকে গুরুদেব হিসেবে মানলেও তাঁকেও মাঝেমধ্যে অনেককিছুই বলে বসেন। এবার বলে বসলেন দেব একটা বুনিপ! আজ্ঞে হ্যাঁ! জঙ্গলে নাকি ড্যান্স ড্যান্স জুনিয়র হচ্ছে। আর সেখানেই দুটো হরিণের মাঝে বুনিপ বসে আছে, এইকথা বলা মাত্রই হেসে উঠলেন সকলে। যদিও বা স্ক্রিপ্টের প্রয়োজনেই এই বক্তব্য রেখেছেন রোহণ।
একথা কারওর অজানা নয়, যে দেবের বুনিপ বধ বাংলা সিনেমার ইতিহাসে বহুল চর্চিত। আদৌ এমন দেখতে কোনও বুনিপ আছে কিনা সেই নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। তবে রোহণ অর্থাৎ ভাসান বাপির তরফে এই কথা শোনার পর কেমন প্রতিক্রিয়া দিলেন দেব? বরাবরই সমালোচনা নিতে পারেন তিনি, এবারও হেসেই মোকাবিলা করলেন সম্পূর্ন ঘটনার। এর আগেও দেবের এমনি ক্যাপশন নিয়েও দেদার মজা করেছিলেন ভাসান বাপি। তবে রুক্মিণী এবং মনামী যে দারুণ এনজয় করছেন একথা বলা যায়।
অন্যদিকে, ভাসান বাপির নিশানা থেকে বাদ পড়লেন তৃণা সাহাও। এমনিতেও সস্তাগ্রামে তাঁকে সক্রিয় ভূমিকায় দেখেই নানান সময় মজাদার মন্তব্য করে সে। এবার, বলে বসলেন একটা পাখি আছে ক্যাপ্টেন বেঞ্চে যে খালি ফিল্টার পরিবর্তন করে, কাক না কাকাতুয়া বোঝা যাচ্ছে না। তবে এটুকু বলাই যায় যে ভাসান বাপির উপস্থিতি সবসময়ই আলাদা মাত্রা যোগ করে দেয় অনুষ্ঠানে।
প্রসঙ্গত, এই পর্বেই উপস্থিত থাকবে ফুগলা। তাঁকে নিয়ে এক জমজমাট শো দেখা যেতে চলেছে। তাই বলাই বাহুল্য, নতুন কিছু হতে চলেছে এই পর্বে।