Advertisment
Presenting Partner
Desktop GIF

'অতিরিক্ত কোনওটাই ভাল না...', নতুন প্রেম-সরস্বতী পুজো, দেবাদৃতা সাহসের অভাবেই যেটা পারলেন না...

Debadrita Basu-Rahul Dev Bose: একসঙ্গে প্রথম সরস্বতী পুজো, প্রেমের জোয়ারে ভাসবেন দুই প্রেমিক যুগল?

author-image
Anurupa Chakraborty
New Update
debadrita basu, rahul bose

Debadrita-Rahul: প্রেমের দিনের বিশেষ কোনও প্ল্যান? হাসিই থামছে না অভিনেত্রীর / ছবি- Instagram

নতুন প্রেম, আর প্রথম বছর সরস্বতী পুজো। বিষয়টা এক্সাইটিং না? আর নিজের কাছের মানুষটির সঙ্গে যদি পরিবারের বন্ধন বেশ স্ট্রং থাকে? তাহলেও কিন্তু মন্দ হয় না। অন্তত, দেবাদৃতা ও রাহুলের ( Debadrita Basu-Rahul Dev Bose ) কাছে এবারের সরস্বতী পুজো বেশ স্পেশ্যাল।

Advertisment

একেই সরস্বতী পুজো ( Saraswati Puja 2024 ), বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এবং দ্বিতীয় সেদিনই আবার প্রেমের দিবসও। সব মিলিয়ে বেশ নিদারুণ সুন্দর একটা বিষয়। এবছর একসঙ্গে প্রথম পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে! অনুভূতিটা কেমন...? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে নতুন প্রেমজুটির দেবাদৃতার কাছে প্ল্যানিং জানতে চাইলে তিনি প্রথমে হাসতেই শুরু করেন। তারপর বললেন...

"আসলে, দুজনের বাড়িতেই পুজো রয়েছে। রাহুল ওর বাড়ির পুজো শেষ করে আমাদের বাড়িতে আসবে। আলাদা কোনও বিষয় সেরকম নেই। ওই আরকি, এখন তো রাহুল একটা পরিবার। তাই, মনে হবে ফ্যামিলি গেট টুগেদার। আর যদি বলো, ভ্যালেন্টাইন্স ডে তাহলে তো বলতে হয়, প্রতিদিন আমাদের কাছে ভালবাসার। আমরা নিজেদের ওপর রোজ ফোকাস করি। রোজ নিজেদের নিয়ে ভাবি। একে অপরকে তো বেছে নিয়েছি সেকারণেই।"

এবার আর প্ল্যানিং না থাকুক, আর পাঁচজনের মত সরস্বতী পুজো নিয়ে স্মৃতি নিশ্চই রয়েছে। অভিনেত্রীর কথায়, ছোট বেলায় মনে আছে আলমারি খুলে দাঁড়িয়ে পড়তাম, মায়ের কোন শাড়িটা পড়ব। এটা একটা নস্টালজিয়া কিন্তু। মা খুব সুন্দর করে সাজিয়ে দিতেন। আমি স্কুলে যেতাম, তারপর নাচের স্কুলে।"

ছোটবেলায় সরস্বতী পুজো মানেই ছিল সমস্ত বই দেবীর পায়ের কাছে দিয়ে ফাঁকিবাজি, আর সুযোগ পেয়েই এক মুঠো কুল নিয়ে দে দৌড়! এখন সবটাই বদলেছে। সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। টুইনিং করে পোশাক, সঙ্গে নানাকিছু। বদলটা উপভোগ করেন? অভিনেত্রী সাফ জানালেন, "ভাল খারাপ দুই দিক রয়েছে। এখন সময়ের সঙ্গে সঙ্গে সবটাই বদলেছে। ছেলেমেয়েরা খুব ম্যাচিওর। সেটা একদিকে যেমন খুব ভাল, আবার কিছু দিকে খারাপ। কোনওটাই জানো অতিরিক্ত ভাল না।"

এখানেই, শেষ না! সেযুগের সরস্বতী পুজো মানেই ছিল গার্লস স্কুলে ছেলেদের একদিনের প্রবেশ। কত প্রেম প্রস্তাব যে আদান প্রদান হত। সাহস জুগিয়ে মনের কথা কেউ কেউ বলে দিত আবার কেউ কেউ মুখ শুকিয়ে সুরসুর করে বাড়ি ফিরে যেত। এমন প্রেম ঘটেছে নাকি জীবনে? আক্ষেপের সুর অভিনেত্রীর গলায়। বললেন, "বিশ্বাস করো! এই সাহসটা আমার ছিল না। যে কাউকে গিয়ে বলব তোমায় ভাললাগে। হয়তো, মনে মনে ভাল লেগেছে। কিন্তু ওই যে মেয়েরা আছে না? আমি কেন বলব! তুমি বল..? সেই করে আর হয়ে ওঠে নি... ( হাসি )।"

একেই পুজো তারপর আবার ভ্যালেন্টাইন্স ডে। নতুন প্রেমের রং লেগেছে। সবে তার গন্ধ বাতাসে ছড়িয়েছে। কিন্তু, অভিনেত্রীর কাছে এসব একেবারেই ধার ধারে না। শুধু এটুকুই জানেন, একটি বিশেষ দিনে না। বরং রাহুলের সঙ্গে যখনই ডিনার ডেট কিংবা বেরোনোর ভাবনা করেন পোশাকের দিকে বেশ নজর রাখেন তারা। যেন, দুটি মানুষের পছন্দ এবং ভাললাগা এক হয়ে যায়।

tollywood Bengali Serial Rahul dev bose Debadrita basu Entertainment News
Advertisment