scorecardresearch

বয়সকে বুড়ো আঙুল, মঞ্চে তুখোড় নাচ দেবশ্রীর, দেখে হাসি ধরছে না মিঠুনের!

এই বয়সেও এত স্পিরিট! দেবশ্রীকে দেখে অবাক অঙ্কুশ-বাকিরা…

debashree roy danced full at zee bangla mithun ankush dance together
নাচছেন দেবশ্রী, হাসছেন মিঠুন

বয়স নেহাতই সংখ্যামাত্র, এ যেন আবার প্রমাণ করলেন দেবশ্রী রায়। রিয়্যালিটি শোয়ের মঞ্চে নেচে তাক লাগালেন অভিনেত্রী। জমিয়ে নাচলেন প্রতিযোগীদের সঙ্গে।

স্টেজে তখন বাজছে দেবশ্রী রায়ের বিখ্যাত সব গান। আর সেই তালে নেচে চলেছেন প্রতিযোগীরা। নিজেকে থামিয়ে রাখতে পারলেন না দেবশ্রী। সোজা উঠে তাঁদের সঙ্গে নাচতে শুরু করলেন। এই বয়সেও এত স্পিরিট, অভিনেত্রীকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। বলছেন, দিদি আপনি ফাটাফাটি। আবার কেউ বলছেন, আপনি এই বয়েসে যা পারফর্ম করছেন, সাংঘাতিক!

ড্যান্স বাংলা ড্যান্স – এর মঞ্চে উপস্থিত ছিলেন দেবশ্রী। নাচের স্টেপে একটুও ভুল নিএ। বরং প্রতিযোগীদের টেক্কা দিলেন দেবশ্রী। এদিকে সামনে নাচ করছেন দেবশ্রী, আর মিঠুনের কোনও প্রতিক্রিয়া নেই? একেবারেই না! বরং নিজের জায়গা ছেড়ে উঠে নাচতে শুরু করলেন মহাগুরুও। সে কি আনন্দ তাঁর, দেখার মত। আশেপাশে নাচছেন সব প্রতিযোগীরাও। এমনিও মিঠুনের সঙ্গে তাঁর বন্ধুত্ত্ব দেখার মত। দীর্ঘদিন একইফ্রেমে কাজ করেছেন।

নিজের নাচের জন্য চিরকালই দর্শকদের খুব কাছের দেবশ্রী। সব প্রজন্মের কাছেই তিনি ক্রাশ- তাই তো, অঙ্কুশ নিজেও নেচে তাক লাগিয়ে দিলেন। তখন নব্বইয়ের দশকের সুপারহিট নায়িকা মঞ্চ মাতাচ্ছেন , আলাদাই উত্তেজনা গোটা ফ্লোরে।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Debashree roy danced full at zee bangla mithun ankush dance together