scorecardresearch

বিশালকে ভুলে জিম ট্রেনারকে বিয়ে! দর্শকদের চরম রোষানলে অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য

দুজনের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছে অনেক, দেবলীনার বিয়েতে রেগে আগুন অনুরাগীরা

devoleena bhattacharya trolled after marrying her bae over rumored bf vishal
দেবলীনার বিয়েতে বিশাল

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর, চার হাত এক হয়ে গেল অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য এবং তাঁর দীর্ঘদিনের বন্ধু শাহনাওয়াজের। পরনে লাল শাড়ি, গয়না এবং সিঁদুর – অভিনেত্রীকে এহেন সাজে দেখে ঠিক কতটা আনন্দ পেয়েছেন তাঁর অনুরাগীরা এই নিয়ে সন্দেহ রয়েছে।

বিশাল সিংয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন দেবলীনা। খবর এবং গুঞ্জন ছিল এমনই। যদিও বা বিয়ের পিঁড়িতে বসেছেন অন্য একজনের সঙ্গেই। আর বিষয়টাই হজম হচ্ছে না কারওর। বিশাল নিজেও উপস্থিত রয়েছেন সেই বিয়েতে। শুধু তাই নয়, দেবলীনাকে জড়িয়ে ধরে যেমন নাচগান করেছেন তেমনই তাঁকে বিয়ের আসর অবধি পৌঁছেও দিয়েছেন। একের পর এক রোমান্টিক গানে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন তারা। সেই থেকেই যত জল্পনার সূত্রপাত।

এদিকে, বিয়ের সমস্ত নিয়মে হাজির ছিলেন বিশাল। কিন্তু দেবলীনার অন্য একজনকে বিয়ে করে নেওয়ার প্রসঙ্গে বেশিরভাগই কটাক্ষ করেছেন তাঁকে। তাঁরা দ্বন্দ্বে রয়েছেন। কাকে বিয়ে করেছেন দেবলীনা এটাই বুঝতে পারছেন না। কেউ বললেন, আপনি ঠিক কি করতে চাইছেন সেটাই বুঝছি না। আবার কেউ বললেন, আপনি আর বিশাল তো সম্পর্কে ছিলেন, তাহলে? আবার কেউ সোজা বললেন, বিশাল সিং তো আপনাকে পছন্দ করত আপনি কেন অন্য কাউকে বিয়ে করে নিলেন!

একই ধারাবাহিক থেকে আলাপ। তারপরেই বন্ধুত্ব এবং দর্শকদের নজরে তাঁরা প্রেমের বন্ধনেও আবদ্ধ। একসঙ্গে কাজ করেছেন মিউজিক ভিডিওতে। বিশাল নিজেও দেবলীনাকে শুভেচ্ছা জানিয়ে বললেন, তুমি আমার কাছে ঠিক কি সেটা শব্দে প্রকাশ করতে পারব না। তোমার জন্য অঢেল শুভেচ্ছা রইল। তোমাদের আমার জীবনে পেয়ে আমি ধন্য, ভাল থাক। অনুরাগীদের মন্তব্য, বিশাল মনের দুঃখেই এইকথা বলেছেন।

দেবলীনা বিয়ে কাকে করেছেন এই নিয়ে এখনও সন্দেহ বহাল। যদিও বা গতকাল রাতে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেই সমস্ত জল্পনায় জল ঢেলেছেন তিনি। কিন্তু সকলের এখন একটাই প্রশ্ন, এখন বিশালের কি হবে? যদিও বা এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। তবে কাছের বন্ধুর বিয়েতে গুরু দায়িত্ব পালন করেছেন বিশাল সিং।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Devoleena bhattacharya trolled after marrying her bae over rumored bf vishal