বাড়িতে পড়ে গিয়ে জোরালো চোট! কর্তব্যের খাতিরে বসে বসেই শুটিং করছেন রচনা

রচনার খেয়াল রাখছেন তাঁর ছেলে, আপ্লুত অভিনেত্রী

রচনার খেয়াল রাখছেন তাঁর ছেলে, আপ্লুত অভিনেত্রী

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rachana banerjee, didi no one, rachana banerjee didi number one, zee bangla

রচনা বন্দ্যোপাধ্যায়

দুঃসংবাদ রচনা বন্দোপাধ্যায়ের ভক্তদের জন্য। বাড়িতে পরে গিয়েছেন অভিনেত্রী। তবে, তাতে কী? তিনি তাঁর কর্তব্য পূরণ করতে একটুও ভোলেন নি। বরং, নিজের শারীরিক অসুবিধা নিয়েও হাজির হয়েছিলেন রচনা। তারপর?

Advertisment

'দিদি নম্বর ওয়ান' যেন রচনাকে ছাড়া ভাবা দায়। তাঁর অনুপস্থিতি মেনে নিতে নারাজ অনেকেই। তাই তো, দায়িত্ব পালনে অবিচল তিনি। কিন্তু, একটু অন্যরকমভাবে রচনা দেখেও উদ্বিগ্ন তাঁর ভক্তরা। 'দিদি নম্বর ওয়ানে'র মঞ্চে বসে রয়েছেন রচনা। দাঁড়িয়ে নয়, বরং শুটিং করলেন বসেই। মাদার ডে উপলক্ষ্যে এসেছিলেন জি বাংলার ধারাবাহিকের তারকারা। সেখানেই রচনাকে বলতে শোনা গেল কী হয়েছে আসলে তাঁর।

প্রতিদিনই মাদার ডে, রচনার মঞ্চে দাঁড়িয়ে যখন মায়ের স্বপ্ন পূরণের কথা বলছিলেন মুকুট সিরিয়ালের রায়ান। তখনই তাঁকেও জিজ্ঞেস করা হয়, রচনা এবারের এই বিশেষ দিন কীভাবে পালন করবেন? তারপরেই অভিনেত্রী বললেন, "আমি আজকে পড়ে গিয়েছি বাড়িতে। তারপর আমার ছেলে যা খেয়াল রেখেছে আমার, বলা উচিত না আমি আপ্লুত"। ছেলের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

Advertisment

যদিও, তাঁকে নিয়ে চিন্তাও করেন খুবই। স্বামী প্রবালের সঙ্গে ডিভোর্স না হলেও ছেলে রৌনককে একাই মানুষ করছেন। তাঁর পড়াশোনা থেকে প্রয়োজনীয়তা সবই একাই দেখেন মা রচনা। সেখানে ছেলের কাছ থেকে এই আদর এবং ভালোবাসায় মুগ্ধ তিনি। অভিনয় জীবনের পাশাপাশি একদিকে যেমন রিয়ালিটি শো তেমনই নিজের ব্যবসার কাজও করে চলেছেন। এখন কেরিয়ার গড়ার পালা ছেলের, তাই তো! মায়ের নজর সম্পূর্ন ছেলের দিকে।

tollywood Entertainment News