Advertisment
Presenting Partner
Desktop GIF

Rachana Banerjee-CM: দিদি কি আসছেন রচনার শোয়ে? বড় খবর দিলেন 'দিদি নম্বর ওয়ানের' সঞ্চালিকা...

Didi no one: রচনার আমন্ত্রণে সাড়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

author-image
Anurupa Chakraborty
New Update
rachana banerjee, mamata banerjee, didi no one, zee bangla

Rachana-CM: বাংলার দিদি আসছেন রচনার শোয়ে? ছবি-সংগৃহীত

Didi No one: দিদি নম্বর ওয়ানের মঞ্চে আসছেন বাংলার দিদি নম্বর ওয়ান! রচনা বন্দোপাধ্যায়ের ( Rachana Banerjee ) আমন্ত্রণে নাকি সাড়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাকি খেলবেন দিদি নম্বর ওয়ানের ( Didi no one ) মঞ্চে!

Advertisment

গতকাল থেকেই এই খবর নিয়ে চর্চা। নবান্নে গিয়েছিলেন রচনা বন্দোপাধ্যায়। স্বাভাবিক, তিনি হয়তো বা এই শোয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু, খবর এমনই মমতা ( Mamata Banerjee ) বন্দ্যোপাধ্যায় নাকি জি বাংলার এই শোয়ে আসতে চলেছেন! ফলেই উত্তেজনা তুঙ্গে। সেখানে নাকি থাকবেন, ডোনা গঙ্গোপাধ্যায় এবং অন্যান্যরা। তবে, কতটা যুক্তিযুক্ত এই খবর।

চ্যানেলের কর্মকর্তাদের সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যোগাযোগ করলে তারাও খবরের কোনও যৌক্তিকতা দেননি।    বরং, তারা শুটিং সংক্রান্ত প্রসঙ্গে কোনও খবরই এখন জানেন না। আদৌ এই খবর কোথা থেকে ছড়িয়েছে সেটাও তারা জানেন না। অন্যদিকে, রচনা বন্দোপাধ্যায়ের সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যোগাযোগ করলে তিনি জানান, এখনও কোনও আশা নেই। কনফার্মেশন দেননি অভিনেত্রী।

আরও পড়ুন - আজও রত্নদের কদর করতে জানেন প্রসেনজিৎ, প্রিয় হিরোকে জড়িয়েই বড় কথা রচনার

তাঁর শো, কিন্তু এই মুহূর্তে দিদি আসছেন কিনা সেই প্রসঙ্গে রচনা বন্দোপাধ্যায় নিজেও জানে না। এমনই মুখ্যমন্ত্রী লিখিত কোনও বিবৃতি এই প্রসঙ্গে দেননি। চ্যানেলের তরফে কোনওরকম প্রমো পেশ করা হয়নি। এমনকি দিদির কাছের মানুষরা এই নিয়ে কিছুই জানান নি।

প্রসঙ্গত, দীর্ঘদিন রচনা সিনেমার শুটিং করলেও তাঁর খ্যাতি বেড়েছে দিদি নম্বর ওয়ানের সঞ্চালনার পর থেকে। তিনি এখন বাংলার দিদি নম্বর ওয়ান। নানা অজানা গল্প শোনা যায় তাঁর মঞ্চে। তারকাদের কথা যেমন, তেমনই সাধারণ নারীদের অসাধারণ লড়াই নজর কারে বেশিরভাগের।

tollywood Mamata Banerjee Rachana Banerjee Entertainment News
Advertisment