Advertisment
Presenting Partner
Desktop GIF

দজ্জাল শাশুড়ির বিষয়টা ধীরে ধীরে শেষ হচ্ছে : চুমকি চৌধুরী

তাঁর নতুন ধারাবাহিক আসছে, তাঁর আগেই জানালেন নিজে শাশুড়ি হলে ঠিক কী করতেন...

author-image
Anurupa Chakraborty
New Update
chumki chowdhury, sun bangla serial, new serial dwitiya basanta, chumki chowdhury news, chumki chowdhury interview, chumki chowdhury updates, chumki chowdhury life, chumki chowdhury serials, chumki chowdhury statement, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

চুমকির বক্তব্য

শাশুড়ী বৌমার সম্পর্ক আসলে ঠিক কেমন হওয়া উচিত? শুধুই ঝাল আর তেতো নাকি অনেকটা আমলকীর মত? প্রয়োজনে টক আবার স্বাদ বদলে কখনও কখনও মিষ্টি। অন্তত, বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে এই ধরনের সম্পর্ক বাড়ির বউ এবং শাশুড়ির ক্ষেত্রে আগে বিরল ছিল। এখন সেই ধরা ধীরে ধীরে বদলাচ্ছে।

Advertisment

প্রকাশ্যে এসেছে সান বাংলার নতুন ধারাবাহিক 'দ্বিতীয় বসন্ত' এর প্রমো। যাতে শাশুড়ি হিসেবে দেখা যাচ্ছে চুমকি চৌধুরীকে। এর আগে যদিও তিনি অনেকবার শাশুড়ির ভূমিকা পালন করেছেন। তবে, এটা একদম নতুন ধরনের গল্প। প্রোমোতেই প্রকাশ পেয়েছে একজন মানুষ কতটা উচ্চ মানসিকতার হতে পারে। ছেলের বউ প্রতারণার শিকার। তাঁর বিয়ে দেওয়ার জন্যই উঠে পরে লেগেছেন তিনি। এমন সহজে কিন্তু দেখা যায় না। যেখানে, ধারাবাহিক মানেই শাশুড়ি বৌমার ঠোকাঠুকি, সেখানে এমন একটি নতুন চরিত্র পেয়ে কেমন লাগছে অভিনেত্রীর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে বেশ কয়েকটি প্রশ্ন করা হয় তাঁকে। এখনই তিনি চরিত্র নিয়ে সবকিছু খোলসা করতে নারাজ। তবে, তাঁর কথায়... "আমার ভীষণ ভাল লাগছে। এমন ধরনের নতুন একটা চরিত্র। আলাদা রকমের। যে মানুষটি মেয়ের থেকেও বেশি তাঁর বৌমাকে ভালবাসে। এমন একটি চরিত্র পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে"। দীর্ঘদিন অভিনয় করছেন ইন্ডাস্ট্রিতে। শাশুড়ি বৌমার কূটকচালি ছেড়ে বেরিয়ে এই যে চরিত্র, তাতে কী মনে হয়? বাংলা সিরিয়ালের ধারাটা বদলাচ্ছে?

Dwitiya basanta : sun bangla new serial actress chumki Chowdhury shared first thought to be a modern mother in law<br />

প্রশ্ন শুনেই, অভিনেত্রীর সাফ উত্তর..."একদম! আলবাত বদলাচ্ছে। বলা যেতে পারে দজ্জাল শাশুড়ির পার্টটা শেষ হয়ে যাচ্ছে। ঘুরছে সম্পূর্ন বিষয়টা। এটা একটা বেশ ভাল দিক।" প্রতিবাদী চরিত্রও তাঁর আগে করা। বাবার পরিচালনায় তিনি অনেক এমন চরিত্রে কাজ করেছেন। ফের আবার। শাশুড়ি হিসেবে প্রতিবাদী মনোভাব....

অভিনেত্রীর কথায়, "আমার সবথেকে ইচ্ছে হয়েছিল এই চরিত্রটা করার এই একটা কারণেই। এই যে শাশুড়ি হয়ে বৌমার পাশে দাঁড়াচ্ছে। এটা সব জায়গায় হয় না। কনসেপ্টটা খুব অন্যরকম। শুধু সিলভার স্ক্রিনে না, আমি কিন্তু বাস্তবেও বিশ্বাস করি কোনও ছেলের বউয়ের সঙ্গে যদি এই ঘটনা ঘটে যে ছেলে তাঁকে ছেড়ে দিয়ে অন্য মেয়েকে বিয়ে করেছে, তাহলে শাশুড়ির অবশ্যই সেই মেয়েটির পাশে দাঁড়ানো উচিত।  আমি মনে প্রাণে বিশ্বাস করি এই বিষয়টা। সেই কারণেই এই চরিত্রটা আমার মন ছুঁয়ে গিয়েছে।"

উল্লেখ্য, নতুন ধারাবাহিক। সবে প্রোমো এসেছে। চুমকি ছাড়াও কাজ করেছেন টলি পাড়ার আরও দুই অভিনেত্রী। একসঙ্গে সোহিনী গুহ রায় এবং জেসমিন রায়। চুমকির মেয়ের ভূমিকায় কাজ করেছেন জেসমিন এবং ছেলের বউয়ের ভূমিকায় সোহিনী। নতুন শো আসছে, উত্তেজনা তুঙ্গে সকলের।

Bengali Serial Chumki Choudhuri tollywood Entertainment News
Advertisment