Advertisment

কোভিড কেড়ে নিল সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে, শোকের ছায়া সংবাদ জগতে

তিনি রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়।

প্রয়াত বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে ৯.২৫ নাগাদ কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জি-২৪ ঘণ্টার সম্পাদক। কিছুদিন আগে করোনার আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ৩৩ বছরের সাংবাদিক জীবনের ইতি হল এদিন।

Advertisment

তার আগে দীর্ঘদিন প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা করেছেন অঞ্জনবাবু। ডিজিটাল মাধ্যমেও কাজ করেছেন তিনি। এদিন তাঁর অকাল প্রয়াণে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি সেরেও উঠেছিলেন। কিন্তু পোস্ট কোভিড জটিলতা দেখা দেওয়ায় শারীরিক অবস্থার অবনতি হয়। অনেক দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভেন্টিলেশনে ছিলেন তিনি, চলছিল একমো সাপোর্ট।

রবিবার অবস্থা আরও খারাপ হয়। রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সংবাদমাধ্যম জগতের উজ্জ্বল নাম অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আরও একটা পরিচয় ছিল, তিনি রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই ছিলেন। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডে হারিয়েছেন নিজের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়কে। তার পরের দিনই আলাপনবাবু হারালেন তাঁর ভাইকে।

coronavirus Anjan Banerjee
Advertisment