scorecardresearch

‘বাপ বাপ হোতা হ্যায়…’, অনস্ক্রিন বাবা-ছেলে গৌরব-আর্যর মধ্যে মনোমালিন্য! ফুট কাটলেন দেবলীনা

শোলাঙ্কিকে মিস করছেন সকলেই, ছেলে আয়ুষ্মান বলছেন…

gaurab chatterjee, devlina kumar, gaurab sholanki gaatchara, gaatchara serial
গাঁটছড়ায় গণ্ডগোল

বাবা তো বাবাই হয়… গাঁটছরা ধারাবাহিকে বদলেছে অনেক কিছুই। অভিনেত্রী শোলাঙ্কি রায় সরেছেন এই ধারাবাহিক থেকে। আর এখন আগমন হয়েছে নতুন বেশ কয়েকটি চরিত্রের। বিশেষ করে, খড়ি এবং ঋদ্ধির ছেলে আয়ুষ্মান সিংহ রায়। তবে, ঋদ্ধিমান এখন এক্কেরে বদলে গিয়েছেন।

আগের থেকেও স্বভাবের দিকে ভয়ঙ্কর ঋদ্ধি। কাঠ কাঠ কথা বলতে দেখা যাচ্ছে তাঁকে। নাস্তিক ঋদ্ধি এবং তাঁর ছেলে আয়ুশ, জমে উঠেছে। তবে, অফ ক্যামেরা কী অবস্থা দুজনের? আয়ুশ অর্থাৎ আর্য সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পাচ্ছেন। তাই তো, গাঁটছড়া পরিবারের সকলকে নিয়েই মজার মজার স্টিকার মিম বানাচ্ছেন তিনি। সেখানেই অনস্ক্রিন বাবা গৌরবকে চ্যালেঞ্জ ছুঁড়ে কী বললেন আর্য?

গৌরবের ছবির ওপরে লেখা, “বাপ বাপ হোতা হ্যায়”… আর তাঁর ছবির ওপর লেখা? “মেরে খুন মে ভি খড়ি কা রক্ত হ্যায়”! আর এই মন্তব্য নজরে আসতেই হেসে গড়াচ্ছেন সকলে। এমনকি গৌরবের স্ত্রী দেবলীনাও ফুট কাটলেন। বললেন, দুজনকে দারুণ সুন্দর লাগছে। হাসছেন পরিবারের অনেকেই। বিশেষ করে খড়ির ছেলে হিসেবে বেশ প্রশংসা পাচ্ছেন আর্য।

উল্লেখ্য, একসময় খড়ি ঋদ্ধিকে নিয়ে, আর এখন অনস্ক্রিন বাপ বেটাকে নিয়ে মজা করছেন দেবলীনা। সবসময়ই গৌরব – শোলাঙ্কি জুটি তাঁর খুব পছন্দের। খড়ি না থাকলেও নতুন প্রজন্ম বেশ জায়গা করে নিয়েছে ধারাবাহিকে।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Gatchora serial gourab and arya moments in social media