scorecardresearch

‘সবকিছুর পর একটা ধন্যবাদও বলল না…’, প্রেমিকা গীতশ্রীর ব্যবহারে মন খারাপ প্রবীরের!

আবার কী করলেন গীতশ্রী? যে মন ভাল নেই প্রেমিকের?

geet roy, geet roy tollywood, geet roy serial, geet roy prabir das, geet roy tolly news, prabir das tolly news, tolly world, star jalsha, mon fagun serial, mon phagun, srijala guha
আবার কী হল?

প্রেমিকার বন্ধুদের ছবি তুলতে তুলতে ক্লান্ত প্রবীর। টেলিভিশনের জনপ্রিয় মুখ গীতশ্রী রায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ডানা বেঁধেছে। একথা, কারওর অজানা নয়। কিন্তু দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে! কেন?

গীতশ্রীর সঙ্গে মন ফাগুনের নায়িকা সৃজলা গুহর বন্ধুত্ব বারবার চর্চায় উঠে আসে। এবার দুই বন্ধু মিলেই মন ভেঙ্গেছেন প্রবীরের! মনের দুঃখে কী বললেন প্রবীর? গীতশ্রী এবং সৃজলা একসঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। আর সেই ছবিটাই তুলে দিয়েছেন গীতশ্রীর প্রেমিক প্রবীর। তারপর? এই ছবি পোস্ট করার পরেও কে ছবি তুলেছেন সেটি মেনশন করেন নি গীত। আর তাতেই মন খারাপ ফুটবলারের।

ছবিতেই মন্তব্য করছেন তিনি। “একটা ধন্যবাদও বলল না”। এরপরেই তাঁকে শান্তনা দিতে গীতশ্রী যা বললেন। অভিনেত্রীর কথায়, “সোনা, তুমি অনেক ভাগ্যবান যে আমাদের ছবি তুলতে পেরেছ।” একথা শুনে একেবারে যে চুপ মেরে গেলেন তিনি সেটি কিন্তু নয়। বরং পাল্টা জবাব দিলেন। বললেন, “হ্যাঁ! আমি একটু বেশিই লাকি।”

উল্লেখ্য, দুজনের মধ্যে প্রেম, সকলের মনে প্রশ্ন একটাই…বিয়ে করছেন কবে? অভিনেত্রী এবং খেলোয়াড়ের প্রেম এখন টক অফ দ্যা টাউন। অভিনেত্রী বেশকিছুদিন আগে মুখ খুলেছিলেন। প্রবীরের বিরুদ্ধে কিছু শুনতেই রাজি নন তিনি। সুখের সময় কাটাতে ব্যস্ত দুজনে।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Geetashri roy prabir relationship player said no thanks but for what reason