Advertisment
Presenting Partner
Desktop GIF

'আবার দেবদেবী নিয়ে ছেলেখেলা!' গৌরী-ঈশানের আদরে ঘোমটা খুলল মা কালীর, রোষানলে ধারাবাহিক

ঠাকুর দেবতা নিয়ে বাড়াবাড়ি, নতুন প্রজন্মের ওপর প্রভাব নিয়ে আতঙ্কে অনুরাগীরা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
zee bangla serial gauri elo, gauri ishan

ভয়ঙ্কর ট্রোল গৌরি-ঈশান

ঘোমটা কালীর কান্ড কীর্তি নিয়ে তুখোড় চর্চা। গৌরী ঈশানের মিলনে ভগবানের ঘোমটা খুলে যাচ্ছে? এই কান্ড দেখে হইহই রইরই সমাজমাধ্যমে। দীর্ঘদিনের এই সিরিয়াল থেকে রেহাই চাইছেন দর্শকরা?

Advertisment

গল্প যতই আজগুবি হোক না কেন, এই ধারাবাহিকের TRP কিন্তু সবসময় ওপরের দিকে। ঘোমটা কালীর অনন্য ক্ষমতা বরাবরই মুগ্ধ করেছিল দর্শকদের। তবে, এবার যেন বাড়াবাড়ি হচ্ছে! গৌরী ঈশানের ঐশ্বরিক ক্ষমতা হজম করতে পারছেন না তাঁরা। দুজনের মিলনে ঘোমটা কালীর কি অসুবিধা? এই ঘটনাই যেন বুঝতে পারছেন না কেউই। গৌরী ঈশানের সম্পর্কের সঙ্গে ঈশ্বরকে মিলিয়ে দিচ্ছে চ্যানেল কতৃপক্ষ! রেগে আগুন দর্শকরা।

সমাজ মাধ্যমে সরব সকলে। কেউ বলেন, "যখনই এদের দুজনের মধ্যে কিছু হয়, তখনই মা কালীর প্রসঙ্গ টানেন কেন"? আবার কেউ কেউ এই উত্তরও দিলেন, "গৌরী কালী, আর ঈশান শিব সেই কারণেই এধরনের বুজরুকি"! আবার কেউ বললেন, "সবসময় যেকোনও জায়গায় ভগবানকে ডেকে আনার কী মানে"? "সিরিয়ালের গল্পের কোনও ছিরি নেই, এসব ভুয়ো জিনিসপত্র দেখিয়েই মানুষকে অন্ধ বানিয়ে রেখেছেন তাঁরা"? এর আগেও অন্নপূর্ণা সাজে গৌরীকে দেখে অবাক হয়েছিলেন দর্শকরা।

দুজনের মহামিলনে এবার শুধু ঘোমটা খুলে যাওয়া নয় বরং ঘোমটা চিড় ধরে ভেঙেই গেল! প্রলয়ের চোটে ভয়ভীত ঈশানের পরিবার। এমন গল্পও ২০২৩ সালে লোকজন দেখে বলেই আতঙ্কিত নেটপাড়া। তাঁদের কথায়, বয়স্করা ঠিক আছে কিন্তু এইপ্রজন্ম যদি এসব বিশ্বাস করে তাঁর দায় কে নেবে? ঠাকুর দেবতা নিয়ে এধরনের মশকরা একেবারেই পছন্দ করছেন না ঈশ্বর ভক্তরা।

tollywood Entertainment News
Advertisment