Advertisment

Gufi Paintal Death: প্রয়াত মহাভারতের 'শকুনি মামা' গুফি পেন্টাল, ভয়ঙ্কর দুঃসংবাদে ছারখার বলিউড

যেন এক অধ্যায় শেষ হল, চিরঘুমে সকলের কাছের শকুনি মামা!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
gufi paintal, actor gufi paintal death, gufi paintal age, gufi paintal death reason, gufi paintal actor, shakuni mama, gufi paintal shows, gufi paintal movies, bollywood, bolly news, bolly world, south film industry news, south film industry vs bollywood, actors death, death of an actor, actor death entertainment news, today entertainment news, south film industry, mahavarata BR chopra, BR chopra, gufi paintal aka shakuni mama, shakuni mama BR chopra mahavarata died

চোপড়া সাহেবের শকুনি মামা প্রয়াত

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা এবং টেলিভিশনের সকলের প্রিয় শকুনি মামা গুফি পেন্টাল! বি আর চোপড়ার মহাভারতের অন্যতম অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

Advertisment

গুফি পেনটাল, বয়স হয়েছিল ৭৯ বছর। অসুস্থ ছিলেন বেশ কিছুদিন, তবে আর শেষরক্ষা হল না। বার্ধক্যজনিত কারণেই তিনি অসুস্থ ছিলেন, সোমবার মুম্বাইয়ে মারা গিয়েছেন অভিনেতা। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে খবর। লিখছেন, আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার বাবা গুফি পেন্টল শকুনি মামা মারা গিয়েছেন। আজ সকালেই শান্তির মৃত্যু হয়েছে তাঁর।

আরও পড়ুন < মাত্র কয়েকটা টাকা, সকলের সামনে মা অমৃতাকে চরম অপমান করলেন সারা! >

সকাল ৯টা নাগাদ মারা গিয়েছেন বিশ্ববিখ্যাত অভিনেতা। শেষে হার্ট অ্যাটাক হয় অভিনেতার। ৭৯ বছরে দেহাবসান হয় তাঁর। অভিনয় দুনিয়ায় বিখ্যাত শকুনি মামা হিসেবে। তাঁর অভিনয় জ্বালিয়ে রেখে দিয়েছিল মানুষের মন। মে মাসের ৩১ তারিখের পর হাসপাতালে ভর্তি হন তিনি। তারপর থেকেই শরীর আরও খারাপ হতে শুরু করে।

আরও পড়ুন < ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা! প্রয়াত জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ সিনেমহল >

কাজ করেছেন অনেক ছবিতে। টেলিভিশনে একচেটিয়া রাজ ছিল তাঁর। মহাভারত তো বটেই তারপর, মহারণা প্রতাপ, কর্মফল দ্বাতা শনি, কর্ণ সঙ্গিনীর মত বিগ বাজেট প্রজেক্টে কাজ করেছেন তিনি।

অভিনেতা হিসেবে এতটাই ছাপ ফেলেছিলেন, যে রীতিমতো থ্রেট আসত তাঁর কাছে। কেউ বলতেন শালা আবার কেই বলতেন আবে! শকুনি মামা... তবে সবকিছুই বেশ উপভোগ করতেন তিনি। কপিল শর্মার শোয়ে এসেও আসর জমিয়েছিলেন। আজ সবকিছুই অতীত। মুম্বইয়ে হবে শেষকৃত্য।

bollywood mahabharata Entertainment News
Advertisment