৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হল স্ক্রিনরাইটার, প্রডিউসার ও টিভি পার্সোনালিটি হর্ষ লিম্বাচিয়াকে। রবিবার সকালে, গাঁজা কেনা ও ব্যবহারের অভিযোগে তাঁকে গ্রেফতার করে এনসিবি। শনিবার একই অভিযোগে হর্ষের স্ত্রী ভারতী সিং-কে গ্রেফতার করে এনসিবি। এদিন টানা ১৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর হর্ষকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় জড়িত রয়েছেন, এমন সন্দেহে শনিবার জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংয়ের মুম্বইয়ের ফ্ল্যাটে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর, ভারতী ও হর্ষের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ ড্রাগ। সেখান থেকেই ৮৬.৫ গ্রাম মারিজুয়ানা উদ্ধার করা হয়। তল্লাশি ভারতী ও ঙর্ষকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবির ব্যালাড এস্টেট অফিসে নিয়ে আসা হয়।
হর্ষ লিম্বাচিয়া ও ভারতী সিং
এনসিবির তরফে জানানো হয়েছে যে, জেরায় ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া, দুজনেই গাঁজা সেবনের কথা স্বীকার করে নিয়েছেন। তবে যে পরিমাণে নিষিদ্ধ মাদক তাঁদের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ও যে অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়েছে, তাতে ১০ বছরের জেল ও জরিমানা হতে পারে।
এর আগে, মাদকচক্র যোগে অর্জুন রামপালের নামও জড়িয়েছে। বলিউড অভিনেতার মুম্বইয়ের বাড়িতে হানাও দিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর প্রেমিকা গ্যাব্রিয়েল দিমেত্রিয়াদেস-সহ অর্জুনকেও তলব করেছিল এনসিবি। সেখানে প্রায় সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। মাদকচক্র যোগে ধৃত অর্জুনের বন্ধু পল বার্টেল।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের পরই বলিউডে মাদকযোগের অন্ধকারময় দিকটি ধরা পড়ে। তারপর থেকেই বলিউডের একাধিক অভিনেতা ও অভিনেত্রীর নাম জড়িয়ে পড়েছে। এঁদের বেশ কয়েকজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চালিয়েছে এনসিবি গোয়েন্দারা।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন