/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/ipsita.jpg)
Debottam-Ipshita: দেবত্তম-ইপ্সিতার অনস্ক্রিন বিয়ে- ছবি/ ইনস্টা
Bengali Serial: অবশেষে সেই দিন এল... বিয়ের সাজে ইপ্সিতা এবং দেবত্তম। ফের স্মৃতি তাজা হল বাকিদের। একে অপরের বাহুডোরে যেন, মায়া লাগিয়ে দিলেন তারকা জুটি।
সেই কেয়া পাতার নৌকা, তারপর মাঝখানে গিয়েছে অনেকটা সময়। দেবত্তম ( Debottam Majumdar ) এবং ইপ্সিতা ( Ipshita Mukherjee ) জুটির ভক্ত সংখ্যা নেহাত কম নয়। বাস্তবের মাটিতেও তাদের বন্ধুত্ব দেখার মত। তারপর, তো সিরিয়ালে তাঁদের কেমিস্ট্রি মন কেড়ে নেয় সকলের। আর বর্তমানে জল থই থই ভালবাসায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। ফলেই সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে আলোচনা।
নাক ভর্তি সিঁদুর, গায়ে গয়না... দেবত্তমের চোখে চোখ রেখেই মিষ্টি মুহূর্ত উদযাপন করলেন দুজন। আর তাঁর সঙ্গে দেবত্তম সেই ছবি শেয়ার করে লিখলেন.."কাছে দূরে, তুমি যেখানেই থাকো না কেন, তোমার মনের প্রতি আমি আকৃষ্ট হবই"। তাদের এই সুন্দর ছবি দেখে অনুরাগীদের বক্তব্য একটাই - সেই কেয়া পাতার নৌকার কথা মনে পড়ল। আবার কেউ বললেন, কী সুন্দর জুটি! তোমাদের দেখে বড় ভাল লাগল। আবার কারওর কথায়, সেই স্বপ্ন সত্যি হল। কেয়া পাতার নৌকা অনুরাগীদের আজকে কত আনন্দ।
আরও পড়ুন - Darshana-Sourav: বউয়ের সামান্য কাজ করতে গিয়ে এত কথা! বিয়ের মাসখানেক পেরতেই আক্ষেপ সৌরভের
প্রসঙ্গত, এই ধারাবাহিকে অভিনয় করছেন ইপ্সিতার বাস্তবের স্বামী অর্ণব নিজেও। তাঁকে দেখা যাচ্ছে কোকোর দেওরের ভূমিকায়। এই নিয়েও হাসাহাসি হয়েছে অনেক। তাদের নিয়ে মশকরা হয়েছে পুরোদমে। তাও, অভিনয়ের খাতিরে কতকিছুই না করতে হয়। তারাও নিজেদের চরিত্রে বেজায় দাপটের সঙ্গে অভিনয় করছেন।