'জানুয়ারিতে আমাদের বিয়ে দিচ্ছে...', আদৃতের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন কৌশাম্বি! জবাবে যা বললেন

কবে বিয়ে তাঁদের? উত্তরে মিঠাইয়ের দিদিয়া বললেন...

কবে বিয়ে তাঁদের? উত্তরে মিঠাইয়ের দিদিয়া বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kaushambi adrit marriage: mithai actress shared the news

আদৃত-কৌশাম্বী

টলিপাড়ায় বিয়ের শেষ নেই। এবছর নভেম্বর থেকে ডিসেম্বরে অনেকেই সাত পাকে বাঁধা পড়েছেন। এবার নাকি কৌশাম্বি এবং আদৃত! দুই তারকার প্রেমের গুঞ্জন ছড়িয়ে গিয়েছিল মিঠাই সিরিয়াল দিয়েই...

Advertisment

সৌমীতৃষার সঙ্গে আদৃতের দূরত্ব এবং বন্ধুত্ব ভাঙ্গনের নাকি ইঙ্গিত মিলেছিল এই সিরিয়াল থেকেই। কৌশাম্বির সঙ্গে বন্ধুত্বই নাকি এইসবের কারণ। কিন্তু, কানাঘুষো খবর নাকি তারা এবার বিয়ে করতে চলেছেন। আদৃতের জন্মদিন হোক কিংবা, অন্য কোনও উৎসব! দুজনের একসঙ্গে ছবি কিংবা একে অপরকে শুভেচ্ছা জানানো, তাঁদের বেশ পছন্দ করেন অনুরাগীরা।

হঠাৎ করেই গুঞ্জন, তারা নাকি বিয়ে করতে চলেছেন। শুরু করেছেন বিয়ের শপিং! কিন্তু, সেই জল্পনায় বালি। এবং এই সমস্ত প্ল্যানিং কারা করছেন সেকথা নিজেই জানতে চান অভিনেত্রী খোদ। কৌশাম্বি এক সংবাদমাধ্যমের কাছে এসব শুনে স্তম্ভিত। তিনি প্রকাশ্যে জানতে চাইলেন, আমাদের বিয়েটা দিচ্ছে কে? তিনি বললেন...

"আমাদের বিয়ে আর আমরাই জানি না। জানুয়ারিতে আমাদের কে বিয়ে দিচ্ছে এটাই তো বুঝছি না। পুরোটাই ভুয়ো, সবটাই গুজব। এখন শুধু কাজ করছি। এই গুঞ্জনে কান দেবেন না।" বর্তমানে দুজনেই নিজেদের কাজে ব্যস্ত। আদৃত ফের একবার ছবি করছেন। যার নাম, পাগল প্রেমী। আর ফুলকিতে পারমিতা চরিত্রে কাজ করছেন কৌশাম্বি।

Advertisment

অতীতের ঘটনা...

একথা অনেকেই জানে, এর আগে আদৃত সম্পর্কে ছিলেন সুপ্রিয়ার সঙ্গে। তাঁদের বিয়ের দিনক্ষণ সব ঠিক ছিল। কিন্তু, সেই বিয়েও ভেঙে যায়। অনেকেই বলেন, কৌশাম্বি নিজেই এর জন্য দায়ী।

bollywood tollywood Entertainment News