/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/KBC.jpg)
শুরু হচ্ছে KBC
সোনি টিভির পর্দায় ফেরত আসছে 'কৌন বনেগা ক্রোড়পতি'। সিনিয়র বচ্চনের হাত ধরেই আবার শোয়ের পুনরুত্থান। অমিতাভ বচ্চন দীর্ঘ ২১ বছরের পথ পেরিয়েছেন এই শোয়ের সঙ্গে। বলাই বাহুল্য, তিনি যে শোয়ের পাশাপাশি দর্শকদের মনের সঙ্গেও জড়িয়ে রয়েছেন। আর তাই নয়া মরসুম সম্প্রচার হওয়ার জন্য তিনিও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
'কৌন বনেগা ক্রোড়পতি'র ১৩ তম সিজন এটি। অতিমারীর কারণে, গত মরসুমে স্টুডিওতে কোনও লাইভ দর্শক ছাড়াই শুটিং হয়েছিল এই ক্যুইজ রিয়ালিটি শো। অনুষ্ঠানের ১৩তম পুনরাবৃত্তির সঙ্গে, দর্শকরা এবার স্টুডিওতে ফিরে এসেছেন তবে বহাল রয়েছে সমস্ত কোভিড -১৯ প্রোটোকল।
২৩শে অগস্ট অর্থাৎ আজ থেকেই 'কৌন বনেগা ক্রোড়পতি' দেখা যাবে সোনি টেলিভিশনের পর্দায়। এছাড়াও সোনি লাইভ অ্যাপ থেকেও দেখতে পারেন। সঞ্চালনায় অবশ্যই অমিতাভ বচ্চন। সোম থেকে শুক্রবার রাত ৯ টায় সোনির পর্দায় চোখ রাখতে ভুলবেন না যেন।
Ho raha hai aarambh gyaan ka maha manch, jiske shuru hote hi badhegi jigyasa aur khulega gyaan ka bhandaar. Toh zaroor dekhna #KaunBanegaCrorepati, Aaj se, har Mon-Fri, raat 9 baje, sirf Sony par.#JawaabAapHiHo#KBC13#SawaalJoBhiHoJawaabAapHiHopic.twitter.com/j9YCxQn1UB
— sonytv (@SonyTV) August 23, 2021
প্রতিবারের মত, এবারেও বিশেষ একটি থিম রয়েছে শোয়ের। এবারের প্রতিপাদ্য হল- 'জবাব আপ হি হো' অর্থাৎ উত্তর আপনিই। কারণ সিজন ১৩-তে প্রতিটি মানুষ এবং তাদের 'জ্ঞান, ধ্যান এবং সম্মানের' অধিকার উদযাপন করা হবে।
তবে এবার বদলেছে বেশ কিছু নিয়ম। সবথেকে বড় যে পরিবর্তনটি লক্ষ্যনীয় তার মধ্যে- 'ফাস্টেস্ট ফিঙ্গার' এর জায়গায় 'ফাস্টেস্ট ফিঙ্গার ট্রিপল টেস্ট' অন্তর্ভুক্ত করা হয়েছে। লাইফলাইন অডিয়েন্স পোল এই সিজনে ফিরে আসছে। প্রতি শুক্রবার, শোটির বিশেষ বিভাগকে 'শান্দার শুক্রাওয়ার' বলা হবে, যেখানে অমিতাভ বচ্চন সমাজের সকল স্তরের সেলিব্রেটি অতিথিদের আপ্যায়ণ করবেন এবং তাঁরা একটি বিশেষ সামাজিক কারণে খেলাটি খেলবেন। গেম টাইমার এর নাম এই সিজনে "ধুক ধুক জি"।
Gyaandaar, dhandaar aur shaandaar #KBC13 mein hotseat tak pahunchne wale pehle contestant ban gaye hain Gyaanraj. Dekhiye unki journey ko #KaunBanegaCrorepati mein, 23rd Aug se, Mon-Fri, raat 9 baje, sirf Sony par. #KBC13#JawaabAapHiHo#SawaalJoBhiHiJawaabAapHiHopic.twitter.com/jJODwvhfzk
— sonytv (@SonyTV) August 23, 2021
শোয়ের প্রোমো থেকে টিজার, জবরদস্ত ক্যাম্পেইন ইতিমধ্যেই মন মাতিয়েছে দর্শকদের। পরিচালক নিতেশ তিওয়ারির লাইটস অ্যান্ড অ্যাকশন-ও কেতাদুরস্থ। সেই চিরাচরিত মিউজিক আর বিগ বি'র দরাজ গলায় ফ্লোর এক্কেবারে জমজমাট। তাই আজ রাত থেকেই নজর রাখুন সোনি টিভি চ্যানেল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন