Advertisment

১৮ বছর বয়সে দুই বাচ্চার মা আরাত্রিকা! অভিনেত্রীর কথায় চোখ কপালে...

এখনও স্কুল শেষ করেননি, তাঁর আগেই ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
khelna bari, aratrika maity, aratrika maity telly actress, khelna bari mitul, khelna bari TRP, khelna bari aratrika maity, আরাত্রিকা মাইতি, খেলনা বাড়ি, জি বাংলা, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

আরাত্রিকা মাইতি...

চরিত্রের প্রয়োজনে কত কী করতে হয়! ১৭ বছর বয়সে কুছ কুছ হোতা হ্যায় সিনেমায় মা হয়েছিলেন রানী মুখোপাধ্যায়। তাও, তাঁর অনস্ক্রিন মেয়ে সানা তখন বছর ছয়েকের। কিন্তু, ১৮ বছর বয়সে মা? তাও আবার বাংলা ধারাবাহিকের লিডিং অভিনেত্রীর দুজন অনস্ক্রিন ছেলে মেয়ে?

Advertisment

প্রসঙ্গে আরত্রিকা মাইতি। খেলনা বাড়ি সিরিয়ালে তিনি অভিনয় করছেন মিতুল চরিত্রে। মাত্র ১৮ বছর বয়সী অভিনেত্রী নাকি মায়ের চরিত্র করছেন তাও আবার তাঁর ছেলেমেয়ের বয়স শুনলে অবাক হতে হয়। খেলনা বাড়ি ধারাবাহিকে মা হয়ে গিয়েছেন তিনি। স্কুল পড়ুয়া মেয়ের নাকি বছর ২৩ এর একটি মেয়েও রয়েছে। এমনকি ছেলের বয়স ১৯ বছর। দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে একথাই বললেন তিনি।

আরও পড়ুন < বসে বসে বউয়ের পয়সায় খান জয়জিৎ! ভয়ঙ্কর অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে… >

 আরও পড়ুন < সিরিয়ালের নামে চরম নোংরামি! ফুলসজ্জার খাটে পাশাপাশি শুয়ে ছেলে-মা, ছিঃ ছিঃ দর্শকদের… >

ঝাড়গ্রাম থেকে শুরু। অভিনয় করার শখ ছিল বরাবরের মত। দীর্ঘদিন মিতুল হয়ে মন জয় করছেন তিনি। ধারাবাহিকের প্রয়োজনে, এখন সে দুই সন্তানের মা। এদিকে, তাঁরা দুজনেই মায়ের থেকে বয়সে বড়। একেই তো রচনা বন্দোপাধ্যায় নিজে অবাক, যে এই বয়সে সিরিয়ালে মা হয়ে গিয়েছেন তিনি। ১৮ বছরে বয়স শুনে চোখ কপালে তাঁর। তারপরই পাশে তাকিয়ে বললেন, সে কিনা এতবড় বাচ্চা দুজনের মা।

পাশ থেকে গুগলি বলে ওঠেন, আমি তো ২৩ বছরের মেয়ে। মায়ের থেকে মেয়ে বড় তাও আবার পাঁচ বছরের। এরপরই, জানা যায় যে তাঁর অনস্ক্রিন ছেলেও ১৯ বছরের। এই কাণ্ডে হেসে খুন রচনা। তারপরই আরত্রিকা বলে ওঠেন, আমায় দেখতে বড় বড় লাগে আমি কি করব? আমার কী করার আছে? আমি তো পর্দায় ওদের শাসন করি। ওরা আমায় অফস্ক্রিন যা নয় তাই বলে।

tollywood Entertainment News
Advertisment