Advertisment

Lopamudra Mitra: সবকিছুতেই বরের অতীব নজরদারি, জয়কে শেষে 'ননদ' বলে ডাকেন লোপামুদ্রা!

Joy and Lopamudra: বরের কাণ্ডে রেগে আগুন লোপা! সোজা সাপটা যা বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
lopamudra mitra, joy sarkar, tollywood, dadagiri

lopamudra- কেন এমন বিশেষণ প্রয়োগ করেন লোপা?

Lopamudra Mitra: আসলে, বাড়ির ননদরা ঠিক কেমন হন? যারা বাড়ির বউদের নিয়ে নানা কথা বলেন? তাদের বাঁচা মুশকিল করে দেন নাকি অন্য কিছু। যুগ পাল্টানোর সঙ্গে সঙ্গে ননদের সংজ্ঞা বদলে গেলেও মানুষের প্রবাদ প্রবচন কিন্তু বদলায় নি। আর সেই কথাই, আবার প্রমাণ করলেন লোপামুদ্রা...

Advertisment

স্বামী জয়কে নিয়ে তাঁর আপত্তি এবং উক্তির শেষ নেই। এর আগেও দাদাগিরির ( Dadagiri ) মঞ্চে এসে তাঁকে নানা কথা বলতে শোনা গিয়েছিল। আর এবার প্রকাশ্যে বরকে ননদ বলে উল্লেখ করলেন তিনি। কিন্তু কেন? সৌরভ ( Sourav Ganguly ) জানালেন, লোপামুদ্রা নাকি স্বামী জয়কে ( Joy Sarkar ) বাড়ির ননদ বলে ডাকেন। জবাবে, হেসে লুটোপুটি শিল্পী। যুক্তি খাড়া করলেন। বলেন...

"না, আমি যেটা বলতে চাই যে বাড়ির ননদরা এতে একটু মাইন্ড করতে পারেন তবে করবেন না প্লিজ। কারণ, জয় বাড়ির ননদ শুধু আমার জন্য না, ওর মায়ের জন্যও। ননদরা কী করে? একটু বউয়ের পিছনে লাগে তাঁদের একটু খোঁটা দেয়। জয় ঠিক সেরকম। আমার সঙ্গে, আমার শাশুড়ি মায়ের সঙ্গে ক্রমাগত খিটখিট করবেই ও। তাহলে বল?"

আরও পড়ুন - ‘এক থাপ্পড় মারব…’, পানমশলা-গুটখা বিন্দুমাত্র বরদাস্ত করেন না লোপামুদ্রা

যদিও স্ত্রীর এই কথা শুনে তিনি রেগে আগুন। সোজা সৌরভকে বললেন, "তুমি আবার এগুলো শুনছো? তুমি আমার খুঁচিয়ে জিজ্ঞেস করছ?" প্রসঙ্গত, লোপামুদ্রা এবং জয়ের খুনসুটি এর আগেও বেশ নজরে এসেছিল সকলের। ঠোঁটকাটা লোপা সবসময় সোজা কথা সহজভাবে বলতেই ভালবাসেন। আর সেখানে, জয় একটু লাজুক।

যদিও, ২৩ বছর আগে দুজনে বিয়ের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি যে একদম পাকাপোক্ত সেকথা সাফ জানালেন লোপা। তাঁর কথায়, আমি এটা স্বীকার করি যে নিপাট ভাল একটা মানুষকে জীবনে পেয়েছি আমি।

tollywood Entertainment News Lopamudra Mitra
Advertisment