মহাভারতের গল্প শেষ হওয়ার নয়। বিশেষ করে, তারকাদের এত স্মৃতি রয়েছে যে শুনলেও দন ভাল হয়ে যাওয়ার মত। বি আর চোপড়া এবং রবি চোপড়ার নেতৃত্বে মহাভারত এক অনন্য মাত্রা পেয়েছিল। তারকারা পরিচিতি পেয়েছিলেন। কিন্তু, তাঁর সঙ্গে ঝামেলাও হয়েছিল প্রচুর।
রূপা গঙ্গোপাধ্যায় অভিনয় করেছিলেন দ্রৌপদীর চরিত্রে। একদা, জয়পুরে এক বিরাট পরিবারে আমন্ত্রণ পেয়েছিলেন সকলে। সেখানেই গিয়ে যা ঘটনা ঘটেছিল আজও ভোলেননি তাঁরা। সেই ঘটনার কথাই ব্যাখ্যা করেছিলেন দূর্যোধন পুনীত ইসার। তিনি বলেন...
"একজন উদ্যোগপতির বাড়িতে আমাদের সকলের আমন্ত্রণ ছিল। আমরা যেখানে গিয়েছিলাম, সেখানে রূপা আমার পাশে বসেছিল। এবার বাড়ির যারা মহিলা কিংবা খাবার পরিবেশন করছেন, তাঁরা আমায় তো উপেক্ষা করছেনই কিন্তু রূপাকে ভাল চোখে দেখছেন না। তারপর, কিছু সময় পর ওঁরা রুপাকে ডাকল। আমি তো অবাক। ডেকে কিছু এমন বলল যে রূপা হাসতে হাসতে ফিরে এল। আমি জিজ্ঞেস করলাম, যে কী হল?"
আরও পড়ুন < ‘ঝিনুক লিভ-ইন করলে…’, ছেলেকে নিয়ে ‘খোলামেলা’ সিদ্ধান্ত আধুনিক মা শ্রাবন্তীর >
কেউ ভাবতেও পারবে না যে সেদিন কী ভুগতে হয় পুনীতকে। রূপা বলেন, "আমায় ওরা বলছেন আমি আপনার সঙ্গে কেন বসেছি। আমি দ্রৌপদী, আপনি অর্থাৎ দুর্যোধনের সঙ্গে বসা উচিত নয়। ওরা আমায় বলছে অর্জুন কিংবা কৃষ্ণ ভগবানের পাশে গিয়ে বসতে"। একথা শুনেই মাথায় হাত পুনীত ইসারের। এমনকি তাঁকে এও শুনতে হয়...
"দুষ্ট দূর্যোধন! এত সাহস তোর? অর্জুনকে আঘাত করিস? ভগবান শ্রী কৃষ্ণকে বেঁধে রাখার কথা বলিস? শাস্তি হবে তোর!"