Advertisment

Mahalaya: আবারও দুর্গার ভূমিকায় কোয়েল, মহালয়ার পুণ্যলগ্নে 'রণংদেহিতে' আর কে কে থাকছেন?

Koel as durga: প্রতিবছরের মতো এবারও কিছু চমক থাকতে চলেছে। স্টার জলসার তরফে ঘোষণা করা হয়েছে এবারের মহালয়ার অনুষ্ঠানের। দেবী দুর্গা হিসেবে এবারও থাকছেন কোয়েল মল্লিক...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Mahalaya durga puja program koel Mullick and madhumita sarkar is in the program

মহালয়ার অনুষ্ঠানে কোয়েলের পাশাপাশি আর কারা থাকছে?

আসন্ন দুর্গোৎসব। প্রতিবছর পুজোর আগে, মহালয়ার মাধ্যমেই দেবী দুর্গার আগমনের সূচনা হয়। আর তার পাশাপাশি সকাল হতেই, টিভির পর্দায় মহালয়ার অনুষ্ঠান না দেখলে অনেকেরই দিন শুরু হয় না।

Advertisment

প্রতিবছরের মতো এবারও কিছু চমক থাকতে চলেছে। স্টার জলসার তরফে ঘোষণা করা হয়েছে এবারের মহালয়ার অনুষ্ঠানের। দেবী দুর্গা হিসেবে এবারও থাকছেন কোয়েল মল্লিক। ফলে, তাঁর ভক্তদের আনন্দের শেষ নেই। গতবার কোয়েল দুর্গা হিসেবে অভিনয় করেছিলেন। আর এবার তিনি একা নন...

বরং টলিপাড়ার আরও দুই অভিনেত্রী রয়েছেন গুরুত্বপূর্ন ভূমিকায়। সন্দীপ্তা সেন এবং মধুমিতা সরকারকে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে। একজনের, পরনে লাল রঙের শাড়ি। অন্যদিকে, মধুমিতাকে দেখা গেল সাদা রঙের পোশাকে। তলোয়ার হাতে লড়াই করতেও দেখা গেল তাঁকে।

আরও পড়ুন - Bigg Boss: ১৮ তম বিগ বস সিজনে চমকপ্রদ প্রতিযোগীদের নাম প্রকাশ্যে, সলমন-ই থাকছেন সঞ্চালনায়?

আর এই ছোট প্রমো নজরে আসার পরে, কোয়েল ভক্তদের মধ্যে আলাদাই উন্মাদনা। অভিনেত্রীর ভক্তরা বলছেন, "এবার তো তাহলে দেখতেই হবে, কারণ কোয়েল দি দুর্গা।" আবার কেউ বলছেন, কোয়েল দুর্গা হিসেবে বেশ সুন্দর। আবার কারওর কথায়, মধুমিতার জায়গায় দিতিপ্রিয়া হলে বেশ ভাল হতো। কেউ বললেন, সন্দীপ্তা সেন বেশ সুন্দর, কিন্তু মধূমিতা কেন?

উল্লেখ্য, গতবছর কোয়েল দুর্গা হিসেবে অভিনয় করেছিলেন। সেখানে মহাদেবের ভূমিকায় ছিলেন রনজয় বিষ্ণু। অভিনেতা গতবার যে হারে ট্রোলের সম্মুখীন হয়েছিলেন, সেকথা নতুন না। তাঁর নাচ থেকে সংলাপ বলার ধরন, সবেতেই যেন হাসাহাসি করেছিল নেটপাড়া। তবে, এবার নতুন কিছু দেখা যায় কিনা রণাং দেহিতে, সেটা তো সময় বলবে।

tollywood koel mallick Entertainment News Madhumita Sarkar Sandipta Sen
Advertisment