Mamata Banerjee Visits Didi No One: এতদিনে যেন যৌক্তিকতা পেল একটা শো... শেষ ১৩-১৪ বছর ধরে চলছে দিদি নম্বর ওয়ান। রচনা বন্দোপাধ্যায় সঞ্চালনা করছেন এই শো। আর এতদিনে, রচনার আমন্ত্রণে সাড়া দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই শোয়ে হাজির হয়েছিলেন রাজ্যের সুপ্রিমো ( Mamata Banerjee ) । কথা ছিল তিনি আসবেন। নবান্নে গিয়ে রচনা বন্দোপাধ্যায় অনুরোধ করেছিলেন। আর সেই কথা তিনি রেখেছেন। কী কী হল এদিনের বিশেষ পর্ব উপলক্ষে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা খোঁজ নিয়েছিল। উত্তরে রচনা ( Rachana Banerjee ) বললেন...
কেমন লাগল দিদির সঙ্গে শো সঞ্চালনা করে? ( Rachana Banerjee Shares her experience )
"সত্যিই, এরকম লাইফ টাইম অনুভূতি আগে হয়নি। আমার মনে হয়, এমন সুযোগ আমার আগে হয়নি। তবে, কিছু মুহূর্ত আজীবন মনে থাকবে।" দিদি নম্বর ওয়ানের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যে গিয়েছেন সেই কথা সকাল সকাল ফাঁস করেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। আর এবার, সেদিন কী কী হল এই প্রসঙ্গেই রচনা বন্দোপাধ্যায় বলেন...
"যেমন বাজোর রাউন্ড হয়, সেটা হয়নি। কারণ, উনি যেহেতু মুখ্যমন্ত্রী, সেই খেলাটা অবশ্যই হবে না। উনি এই শোয়ের অংশ হতে চেয়েছিলেন। আর এটাই আমার কাছে অনেক। ছোটবেলা সম্পর্কে বললেন। নানা গল্প করলেন। সকলকে উৎসাহ দিলেন, যারা বাকিরা খেলছিলেন। উনি ভীষণ আনন্দ করেছেন। আমরা সকলে খুব আনন্দ করেছি। তারপর ধরো, তিনি কবিতা বললেন। তিনটে ঘণ্টা উনি ছিলেন। আমরা সকলে অভিভূত।"
এখানেই শেষ না। এই মঞ্চে বারবার এসেছেন নানা দিদিরা। এমনকি বাদ পড়েন নি দেশ বিদেশের দিদিরাও। সেখানে, একমাত্র বাকি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। রচনা আরও বললেন, "এই যে শো-টা দিদি নম্বর ওয়ান। আমার মনে হয়, এতদিনে এর নামের একটা যুক্তিকতা এল দিদি আসার পর। আসলে যিনি দিদি নম্বর ওয়ান, এই রাজ্যের দিদি যিনি তিনি এলেন। একটা আশা যেন বাস্তবায়িত হল।"