টেলিভিশনের পর্দায় আসলেই বাস্তব দেখানো হয় নাকি অনেককিছু রং চড়ানো থাকে? জি বাংলার নতুন ধারাবাহিক মিলি বেশ অল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছে। অর্জুন মিলি এবং রাহুলের ট্রি এফেক্ট মন জয় করেছে। একদিন অর্জুনের কারণে মিলির বেশ ঝক্কি পোহাতে হয়েছে।
Advertisment
একদিকে, তাঁর বিয়ে রাহুলের সঙ্গে সম্পন্ন হয়নি। অন্যদিকে অর্জুনের অপহরণের চোটে তাঁর জীবন নাজেহাল। সমাজের চোখে এখন মিলিকে নিয়ে অনেক প্রশ্ন। এতদিন কার সঙ্গে ছিল সে, অর্জুন আদৌ কি করল, এই প্রশ্নে সে জেরবার। রাহুলের সঙ্গে সঙ্গে তার পরিবারের সকলেই তাঁকে একই প্রশ্ন করে চলেছে। সমাজ তাঁকে সুস্থভাবে গ্রহণ করার বদলে, বিশেষ বিশেষণে তাঁকে বিদ্ধ করতে ব্যস্ত। এরমধ্যেই ঘটছে এক ভয়ঙ্কর ঘটনা।
সেই সুদূর অতীতেও নিজেকে প্রমাণ করতে সীতাকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। আজও, এরম উদাহরণ রয়েছে? মিলি ধারাবাহিকেও রবিবারের পর্বে, শুদ্ধিকরণের এক অধ্যায় দেখানো হবে। রাহুলের সঙ্গে বিয়ের আগে ফের নিজেকে একবার প্রমাণ করতে হবে তাঁকে। এই নিয়েই রবিবারের মহাপর্ব। শুদ্ধিকরণ করতে হবে জেনেই মিলি মন থেকে ভেঙে পরে। যাকে ভালবেসে সে বিয়ে করতে যাচ্ছিল সেই নাকি আজ তার পরীক্ষা নিতে চাইছে? মানসিকভাবে বিদ্ধস্ত মিলি, এখন এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার থেকে সে কীভাবে নিস্তার পায় নাকি সমস্তটাই ইচ্ছের বিরুদ্ধে কোটির বাধ্য হয় সেটাই দেখার।
Advertisment
অন্যদিকে, মিলিকে কিডন্যাপ করার পর অর্জুন নিজেও গা ঢাকা দিয়েছে। পুলিশের হাত থেকে বাঁচতে সে খুফিয়া জায়গায় আশ্রয় নিয়েছে। কিন্তু, মিলি সেখানেও পৌঁছে যায়। অর্জুনের সঙ্গে দেখা করে সে। সে জানতে পারে মিলির শুদ্ধিকরণ করা হচ্ছে। শুনে সে স্তম্ভিত। তবে এই এপিসোড জুড়ে অর্জুনকে একদম নতুন লুকে দেখা যাবে।
পরনে সাদা পাঞ্জাবি, লম্বা চুল, দাঁড়ি গোঁফ রেখে একদম সাধুর মত সেজেছেন তিনি। আদৌ তাঁর উদ্দেশ্য কী সেটা তো সেই এপিসোডেই জানা যাবে। ভালবাসার নির্মম পরীক্ষা দিতে আদৌ বাঁচাতে পারবে অর্জুন মিলিকে? নাকি রাহুলের উদ্দেশ্য সফল হবে?