Mithai: শেষদিনে একে অপরকে জড়িয়ে ধরলেন আদৃত-সৌমিতৃষা, ভুললেন রেষারেষিও!

আবার কি একসঙ্গে দেখা যাবে তাঁদের? কোটি টাকার প্রশ্নে যা জবাব দিলেন উচ্ছেবাবু?

আবার কি একসঙ্গে দেখা যাবে তাঁদের? কোটি টাকার প্রশ্নে যা জবাব দিলেন উচ্ছেবাবু?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mithai, mithai zee bangla, mithai soumitrisha kundu, team mithai last moment, mithai last day shoot, mithai last day, bolly world indian express entertainment news, express entertainment news, latest entertainment news, আজকের বিনোদনের খবর, বিনোদন

শেষদিনে বাজিমাত মিঠাইয়ের

শেষ মিঠাই এর শুটিং। ভারতলক্ষ্মী স্টুডিওতে আর শোনা যাবে না জয় গোপাল ধ্বনি। গতকাল রাতেই শেষ শুটিং করেছেন কলাকুশলীরা। তারপরই এক মিষ্টি মুহূর্ত, সমস্ত দোনামনা ভুলে একে অপরকে কাছে টেনে নিলেন সিধাই।

Advertisment

সিদ্ধার্থ এবং মিঠাই, শেষ তিনবছর ধরে বাংলার দর্শকদের মনোরঞ্জন করেছেন তারা। যদিও, তাঁর মধ্যে বিতর্ক কম আসেনি। তবে, সবকিছু ভুলে গতকাল আবারও একবার বন্ধুত্বের ঝলক দেখালেন আদৃত এবং সৌমিতৃষা। শেষ শুটিংয়ের পরেই সকলের সঙ্গে কুশল বিনিময় করলেন তাঁরা। সারাদিন অনুরাগীদের সঙ্গে মুহূর্ত ফিরে দেখেছেন তারা। উপহার দেওয়া নেওয়ার সঙ্গে সঙ্গে চলেছে আড্ডাও। উপস্থিত ছিলেন ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীরা। তবে, শেষ মুহূর্তের সেই আলিঙ্গন মন কেড়ে নিয়েছে দর্শকদের।

সমস্ত মন কষাকষি, দরাদরি ভুলে সিধাই ভক্তদের এক দারুণ মুহূর্ত উপহার দিলেন তিনি। একে অপরকে জড়িয়ে ধরলেন আদৃত এবং সৌমিতৃষা। তারপর? একে অপরকে প্রশংসায় ভরালেন দুজনে। সিদ্ধার্থ এবং মিঠাইকে আলাদা করা সম্ভব নয়। দুজনে বসে রয়েছেন বাংলার মানুষের মণিকোঠায়। আদৃত বললেন, "সৌমি যেধরনের কাজ করছেন সেক্ষেত্রে আরও মন দিয়ে করুক। সঠিক মানুষদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখবে।" উল্টোদিকে, সৌমিতৃষা? সহ অভিনেতাকে নিয়ে একটুও রেগে নেই তিনি। বললেন, "আমাদের এককভাবে ভালবাসা দেবেন। আদৃতের জন্য শুভকামনা।"

Advertisment

কিন্তু এই লা জবাব জুটিকে আবারও একসঙ্গে দেখা যাবে কী? তুফানমেল এবং উচ্ছেবাবুর কথায়, "আবারও যদি সুপার ডুপার একটা প্রজেক্ট পাওয়া যায় তবে দৌড়ে গিয়ে সই করে দেব। নতুন ভাবেই আমাদের আবার পাবেন তখন। এমন কিছু তো হতে হবে যাতে আপনাদের ওপর বিরাট প্রভাব পড়ে।"

tollywood Entertainment News