একঘেয়েমি হয়ে যাচ্ছে, মিঠাইয়ের গল্প বদলের সুর সোশ্যাল মিডিয়ায়

মিঠাইয়ের প্রোমো নিয়েও রেগে আগুন ভক্তরা

মিঠাইয়ের প্রোমো নিয়েও রেগে আগুন ভক্তরা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

শোরগোল তুঙ্গে মিঠাই নিয়ে

নেগলেক্ট হচ্ছে মিঠাই! তাকে মূল গল্প থেকে বাদ দিয়ে অন্যান্য দিকে বেশি দৃষ্টি দিচ্ছেন নির্মাতারা - একঘেয়েমি গ্রাস করছে ধারাবাহিকের ক্ষেত্রে, আর এতেই বেজায় চটেছেন দর্শকরা।

Advertisment

একদিন মিঠাইয়ের প্রোমো না থাকলেই দর্শকদের মন খারাপ হতে থাকে। আর এবার নিজেদের প্রয় ধারাবাহিককে মুখ স্রোতে ফিরিয়ে আনতেই সরব দর্শকরা। সোজাসুজি জানালেন, মিঠাইয়ের দিকে নজর দিন। একঘেয়ে হয়ে যাচ্ছে। তারাই বাতলে দিলেন গল্পের প্লট এখন ঠিক কেমন হওয়া উচিত। সমরেশ এবং অনুরাধাকে নিয়ে বেশি আদিক্ষেতা হয়ে যাচ্ছে এই কথাও তারা বললেন।

Advertisment

আরও পড়ুন < পুলিশে যোগ দিল তুবড়ি, তাঁর সাফল্যে ঢোঁক গিলছেন দর্শকরা! >

ধারাবাহিকের এহেন কারণে শুধুমাত্র কর্তৃপক্ষই দায়ী - বেশ কারওর মধ্যে দেখা গেল চরম ক্ষোভ। মিঠাইয়ে অতিরিক্ত ন্যাকামো দেখানো হচ্ছে বলেও দাবি করলেন তারা। শুধু এই কারণেই মিঠাই নিজের জায়গা হারিয়ে ফেলবে এমন শঙ্কাও দেখা গেল।

প্রথম দিন থেকেই মিঠাইয়ের জনপ্রিয়তা নিয়ে কোনও প্রশ্ন থাকে না। তাছাড়া, প্রতি সপ্তাহে TRP রেটিংয়ে এক্কেবারে ওপরে থাকে এই ধারাবাহিক। এবার সেই তালিকায় অনেকটাই পিছিয়েছে এই ধারাবাহিক। রীতিমতো জি বাংলা কর্তৃপক্ষকে দুষছেন মিঠাই ভক্তরা।

Bengali Serial Mithai Zee Bangla