ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মনোহরা। এমনিও এই ধারাবাহিক সম্প্রচারিত হবে আর বেশিদিন নয়। শুটিংও বাকি শেষ কিছুদিনের। তাঁর আগেই মনোহরা উধাও সঙ্গেই অসুস্থ হয়ে পড়লেন মিঠাই খোদ অর্থাৎ সৌমীতৃষা।
মনের অসুখ তো বটেই, তবে তাঁর সঙ্গে শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কিন্তু কেন? সেট পরিবর্তন হয়েছে। ফলেই বারবার সিড়ি দিয়ে ওঠানামা লেগেই রয়েছে। পিঠে ব্যাথা, মারাত্মক যন্ত্রণা নিয়েও শুটিং করেছেন তিনি। আর এই সিড়ির কারণেই যন্ত্রণা আরও বেড়েছে।
অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, "একেই পিঠে খুব যন্ত্রনা তাঁর সঙ্গে এতবার এই নতুন ফ্লোরে সিড়ি ভাঙতে হচ্ছে। ব্যাথা খুব বেড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে যেতেই হবে।" একদিকে, শরীর খারাপ, অন্যদিকে মন খারাপও বটে। গতকাল সিদ্ধার্থ জানিয়েছেন, পরিচালক হিসেবে রাজেন্দ্রদা শেষ পর্ব পরিচালনা করেছেন। এবার নতুন শোয়ের দায়িত্ব তাঁর কাঁধে।
উল্লেখ্য, মিঠাই ধারাবাহিকে নজর কেড়েছিলেন মনোহরার সকল সদস্যই। তাঁরা পরিবার হিসেবে বাংলার মানুষের মনের কোণে ঠাঁই পেয়েছিলেন। কিন্তু, সব শুরুর একদিন শেষ হয়। তাই মিঠাইও যাত্রা শেষ তো করবেই। সেই কারণেই মন খারাপ সকলের।