Advertisment
Presenting Partner
Desktop GIF

কান দিয়ে ঝরঝর করে রক্ত! অঘটন ঘটালেন 'মিঠাই' সৌমিতৃষা

মিঠাইয়ের কাণ্ডে শোরগোল!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mithai soumitrisha actress got injured

কী কাণ্ড মিঠাইয়ের!

মিঠাইয়ের ছটফটানি সবসময় চোখে পড়ে সকলের। তাঁর লাফালাফি-দৌড়াদৌড়িতে নাজেহাল অবস্থা সকলের। কিন্তু এবার নিজের কারণেই এক কাণ্ড ঘটিয়ে বসেছেন মিঠাই ওরফে সৌমিতৃষা। কান কেটে রক্তারক্তি অভিনেত্রীর। কিন্তু কী এমন হল?

Advertisment

কান দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে মিঠাইয়ের। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করলেন ছবি। আর তারপরেই মন খারাপ মিঠাই ভক্তদের। ক্যাপশনে লিখলেন, নিজেই কেয়ারলেস হলে যা হয় আর কী। কিন্তু কী করে এমন হল অভিনেত্রীর? সংবাদমাধ্যমকে তিনি জানান, ফোন ঘাঁটছিলেন তিনি। কাল রাতে কানের দুলটাকে খুলতে গিয়েই এক ঝটকার চোটে এই অবস্থা। সঙ্গে সঙ্গে রক্ত পড়তে শুরু করে।

publive-image

এতকিছুর পরেও থামার নয় সে। আবারও সেই রক্তাক্ত কানেই দুল পড়তে যায় সে। সেটি ভেতরে ঢুকেও যায়। আর সেই থেকেই আবারও গ্যাঁড়াকলে মিঠাই। না পারছেন খুলতে, না পারছেন ছাড়তে। রক্ত বন্ধই হচ্ছিল না মিঠাই রানীর। অবশেষে হেঁচকা টান মারতেই খুলে যায়। কিন্তু কানে ব্যাথা আছে তাঁর। ফুলেও আছে।

এরই মাঝে শুটিং করতে দৌরাচ্ছেন মিঠাই। ব্যাথা বেদনা দূরে সরিয়ে নিজের কাজে তৎপর মিঠাই। মোদক পরিবারে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এখন তাঁর না গেলে হয়।

Mithai Bengali Television Zee Bangla Bengali Serial
Advertisment