/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/280299263_534798581608600_6613889451289533271_n.jpg)
কড়া ধমক মিঠাইয়ের
সোশ্যাল মিডিয়ায় তারকারা ভীষণ ভাবে সক্রিয়। অনুরাগীরা কী বলছেন, তাঁর সঙ্গে নানান ধরনের মন্তব্য সবকিছু চোখে পড়ে তাঁদের। মাঝেমধ্যে তাঁর উত্তর দেন আবার ইগনোর করতেও দেখা যায়। তবে মিঠাই অর্থাৎ সৌমীতৃষা যথেষ্ট সজাগ সব বিষয়ে।
তাই তো, একহাত নিলেন অভিনেত্রী। কিন্তু কেন? হঠাৎ কেনই বা এরকম বললেন? সোশ্যাল মিডিয়াতে একরকম ধমক দিলেন সৌমিতৃষা। নিজের একই ছবি দেখে দেখে ক্লান্ত তিনি, এবার আর চুপ করে থাকতে পারলেন না। ছবি তুলতে এলেই মজা দেখাবেন! একদম বকা দিয়ে দিলেন মেজাজ ধরে রাখতে না পেরে। যদিও অভিনেত্রীর এই কাণ্ডকারখানা উপভোগ করেছেন অনেকেই। কী ঘটেছে আসলে?
আরও পড়ুন < বিশ্বকাপ ফাইনালের আগেই FIFA প্রেসিডেন্টকে বিশেষ উপহার নোরার! কিন্তু কেন? >
জি ফাইভের তরফে একটি পোস্ট করা হয়েছে। যাতে মিঠাইয়ের একটি পুরোনো ছবি ব্যবহার করা হয়েছে। একদিকে এত এত ছবি তুলে কিনা সেই পুরোনো ছবি! রেগে আগুন মিষ্টি তুফানমেল। বলে বসলেন, "প্রতিদিন সেটে এসে একটা করে নতুন ছবি তোলা, আর কোনও ছবি নেই আমার? একই শাড়িতে ছবি রোজ, এবার তুলতে এসো ছবি, দেখাব মজা"! সত্যিই তো, সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন সব ছবি ছেড়ে একই ছবি, মিঠাইকে সঙ্গ দিলেন অনেকেই।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/image-9.png)
জি বাংলাকে কড়া ধমক দিলেও মিঠাই অনুরাগীরা কিন্তু হেসে খুন। বললেন, তুমি যতটা মিষ্টি তোমার কথা গুলো আরও বেশি মিষ্টি। আবার কেউ বললেন, মিঠাই থেকে মিঠি হয়ে গেল তারপরেও ছবি বদলালো না, তাই তো রেগে গেছে সে। আবার কেউ বললেন, মিঠাই রকস। জি দাদু এত কিপটে কেন? তুমি ভাল ছবি দিতে পার না?