scorecardresearch

বৃন্দাবনে কলকাতার রাধারানী, মালা-তিলকে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা ‘মিঠাই’ সৌমিতৃষা

কৃষ্ণের ডাকে ছুটে গেছেন মিঠাই, ভক্তরা বলছেন…

soumitrisha kundu , soumitrisha kundu mithai, mithai zee bangla, soumitrisha kundu tufanmail, soumitrisha mithai at vrindaban, soumitrisha kundu update at vrindavan, soumitrisha kundu videos at vrindavan, soumitrisha kundu birthday. soumitrisha kundu birthday videos
সৌমিতৃষার বৃন্দাবন যাত্রা

কৃষ্ণপ্রেমে মাতোয়ারা সকলের প্রিয় মিঠাই রানী অর্থাৎ সৌমিতৃষা। জন্মদিনে ব্রজভূমি বেড়াতে গিয়েছেন। শুধু তাই নয়, অনুরাগীদের উদ্দেশ্যে নানান ভিডিও এবং ছবিও আপলোড করছেন তিনি।  জানিয়েছিলেন, এবছরের জন্মদিনে বিশেষ কিছু করতে চলেছেন তিনি।

পরনে হলুদ পোশাক, তিলক গলায় ফুলের মালা – সৌমিতৃষা যেন এক্কেবারে ভিন্ন সকলের থেকে। জন্মদিন উপলক্ষে ছুটিও নিয়েছেন কাজ থেকে। সঙ্গে কারা গিয়েছেন এই নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু সেসব গুজগুজ ফিসফিস এখন অতীত। এবারের ব্রজভূমিতে তাঁর সঙ্গী দুজন – বাবা ও মা। কৃষ্ণের যাচ্ছে গিয়েছেন আর তাঁদের সঙ্গে করে নিয়ে যাবেন না? এও আবার হয় নাকি। নানান মুহূর্ত তিনি শেয়ার করছেন অনুরাগীদের উদ্দেশ্যে।

কখনও প্রেম মন্দিরের সামনে আবার কখনও কৃষ্ণ দর্শনের মুহূর্ত। বরং অভিনেত্রীর কারণে বৃন্দাবন ধাম দর্শক হয়ে যাচ্ছে ভক্তদের। বৃন্দাবনের রাস্তায় রিক্সা করে ঘুরছেন তিনি। কখনও মাকে জড়িয়ে ধরে এবার কখনও যমুনায় বাবার সঙ্গে – মিঠাই এর বৃন্দাবন যাত্রায় সঙ্গী এখন তাঁর দর্শকরাও। সেখানে যাওয়ার পরেই কিনে ফেলেছেন বাঁশি। তাঁর প্রিয় গোপালের যে ভীষণ পছন্দের জিনিস এই বাঁশি।

এদিকে, তাঁর অনুরাগীদের মন্তব্যও চোখে পড়ার মত। কেউ বলছেন, আপনাকে কৃষ্ণ ডেকেছেন বলেই আপনি সেখানে পৌঁছে গিয়েছেন। আবার কেউ বলছেন, তোমার সঙ্গে সঙ্গে আমরাও দর্শন করে নিলাম। কেন জানি না গায়ে কাঁটা দিচ্ছে। আবার কেউ বললেন, এত সুন্দর এই জায়গা। আলাদারক শান্তি রয়েছে এখানে। নিজের যাত্রাপথের একটি মিনি ভিডিও পর্যন্ত শেয়ার করেছেন তিনি। আগামীকাল থেকেই আবার শুটিংয়ে ফিরবেন। তাঁর আগেই সুখের মুহূর্ত ভাগ করে নেওয়ার পালা।

উল্লেখ্য, এই জন্মদিনের আগেই তিনি জানিয়েছিলেন, নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। সম্পূর্ন ভিন্ন জন্মদিন কাটানোর প্ল্যানিং ও করছেন। তাঁর এই ব্রজভুমি যাত্রাকে উপভোগ করছেন সকলেই, ঈশ্বরপ্রেম যে সবাই পারে না। সৌমিতৃষাকে কুর্নিশ জানাচ্ছেন সকলে।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Mithai soumitrisha ar vrindavan for her birthday shared visual and moments