পল্লবীর মৃত্যুতে শোকপ্রকাশ ফেসবুকে! সপ্তাহ ঘুরতেই ঝুলন্ত দেহ উদ্ধার মডেল বিদিশার

'মর্মান্তিক'! পল্লবী দের মতোই ফ্ল্যাট থেকে উদ্ধার মডেল-অভিনেত্রীর ঝুলন্ত দেহ।

'মর্মান্তিক'! পল্লবী দের মতোই ফ্ল্যাট থেকে উদ্ধার মডেল-অভিনেত্রীর ঝুলন্ত দেহ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bidisha Dey Majumdar's death, Pallavi Dey, পল্লবী দে, বিদিশা দে মজুমদার, উঠতি মডেল অভিনেত্রী বিদিশা, বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার, bengali news today

বিদিশা দে মজুমদার

দিন কয়েক আগেই টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দের রহস্যমৃত্যু নিয়ে শোরগোল পড়ে যায় টলিপাড়ায়। গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় পল্লবীর ঝুলন্ত দেহ। অভিনেত্রীর মা-বাবার অভিযোগ দায়েরের ভিত্তিতে গ্রেপ্তারও হন তাঁর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী। একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। পল্লবীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরেক মডেল-অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর ফ্ল্যাট থেকে।

Advertisment

বিদিশা দে মজুমদার। উঠতি মডেল। থাকতেন দমদমের নাগেরবাজার এলাকার এক ফ্ল্যাটে। সেখান থেকেই বৃহস্পতিবার রাতে বিদিশার মৃতদেহ উদ্ধার হয়েছে। আত্মহত্যা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র, তা এখনও জানা যায়নি। তদন্তে নেমেছে নাগেরবাজার থানার পুলিশ।

বিস্তারিত আসছে…

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Entertainment News West Bengal News Pallavi Dey