Advertisment
Presenting Partner
Desktop GIF

'আট বছর আগে, মনের মণিকোঠায়…', বিচ্ছেদ-বিতর্কের মাঝেই স্মৃতির পাতায় উঁকি নবনীতার

স্মৃতি ঘাঁটলেন নবনীতা, বলছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
nabanita das, nabanita jeetu, jeetu nabanita divorce, nabanita das new serial, jeetu nabanita separation, জীতু-নবনীতা, নবনীতা দাস, জীতু নবনীতার বিচ্ছেদ, নবনীতা টলিউড, tollywood news, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, trending news, trending news today, trending news update, viral story, tollywood news

নবনীতার মন

বিবাহ বিচ্ছেদ বিতর্ক তুঙ্গে। তারমধ্যে শুটিং চালিয়ে যাচ্ছেন নবনীতা। একাধারে শপিং ও করছেন। কিন্তু, এসবের মাঝেই পুরনো স্মৃতি উঁকি দিল মনে। অভিনেত্রী ফিরে গিয়েছেন বেশ কয়েকবছর আগে।

Advertisment

জিতুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন তিনি। কানাঘুষো খবর, জিতুর সঙ্গে আলোচনা না করেই এই কান্ড ঘটিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে প্রায় অনেকদিন হল নবনীতার। আজ এত বিতর্কের পরেও, আট বছরের পুরনো স্মৃতি ফিরে ফিরে আসছে তাঁর জীবনে। অভিনেত্রী মনে করেছেন সেসব কথা। কিছু কথা, স্মৃতি যেন আজীবন থেকে যায় মনের মধ্যে। জিতুকে মনে করছেন তিনি?

না, একেবারেই না। এমনিই এদিক ওদিক শান্তির খোঁজ করছেন। বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করছেন তিনি। তবে, এসবের পরেও বিষন্নতা পিছু ছাড়ছে না। কিন্তু, পুরনো দিনের কথা মনে করেই বেশ খুশি অভিনেত্রী। আট বছর পার। দীপ জ্বেলে যাই ধারাবাহিকের আট বছর সম্পূর্ন হল। সেই প্রসঙ্গেই অভিনেত্রী ছবি আপলোড করলেন ধারাবিকের। সহ অভিনেতা ইন্দ্রজিতের সঙ্গেও রয়েছে বেশ কয়েকটি ছবি। অভিনেত্রী লিখলেন, "কিছু মুহূর্ত যত্ন করে তোলা থাকে মনের মনি কোঠায়..যা কখনোই পুরোনো হয়না......৮ টা বছর কিভাবে কেটে গেলো সত্যি বুঝতে পারলাম না..আজকের দিনেই শুরু হয়েছিলো আমাদের এই রঙিন পথ চলা..দ্বীপ জ্বেলে যাই।"

আরও পড়ুন < গাড়ি থেকে নেমেই উদ্ভ্রান্তের মত দৌড়! সঙ্গে কেউ নেই, আলিয়ার কি মাথা খারাপ হল? >

অভিনেত্রীকে পুরনো আবহে দেখে বেশ খুশি তাঁর অনুরাগীরা। আবার, তাঁর কান্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। দ্বীপ বানান নিয়েই শুরু হয়েছে অশান্তি। কেউ বলছেন দীপ মানে তো প্রদীপ, বানান ভুল কেন? আবার কেউ বলছেন, আর্য কবে থেকে দ্বীপ হল? যে ওকে জ্বালিয়ে দেবেন?

উল্লেখ্য, বর্তমানে তিনি ব্যস্ত সান বাংলার একটি সিরিয়ালে। বামাখ্যাপা ধারাবাহিকেও মা তারা হিসেবে বেজায় জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু, শেষ কিছুদিন তাঁকে নিয়ে টানাটানি। জিতুর সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন তিনি।

tollywood Entertainment News
Advertisment