/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/nachiketa-rupankar-kk.jpg)
ফের রূপঙ্করকে নিয়ে সরব নচিকেতা
রাজার মত মৃত্যু হয়েছে কেকে-র (Singer KK)? হঠাৎ সুর পাল্টে দিলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)? রূপঙ্করের (Rupankar Bagchi ) পাশে দাঁড়ানো নিয়েই সাংঘাতিক কটাক্ষের শিকার নচিকেতা। তারপরে সুযোগ বুঝেই মত পাল্টানোর কারণ?
নচিকেতা সোশ্যাল মিডিয়ায় এসেই মনের কথা ব্যক্ত করেন। তাঁর মনে হয়েছে কোনোভাবে সম্পূর্ণ ভুল তথ্য পৌঁছেছে সকলের কাছে। শিল্পী বলেন, "আমি সম্পূর্ণ ঘটনার অন্য ব্যাখ্যা করেছি আর আপনারা বুঝেছেন অন্য। একজন বাঙালি শিল্পী নিজের মনের অভিমান থেকে এই কথা বলেছেন, আর আমরা সেটাকে বুঝতেই পারলাম না। রূপঙ্কর কী জ্যোতিষী? কোনওভাবে কী জানত যে আদৌ কে কে মারা যাবেন? এটা তো সম্পূর্ণ কাকতালীয়! বরং আমি তো বলব কেকে রাজার মত মারা গিয়েছেন। এমন সুরেলা মৃত্যু কে চায় না বলুন তো? আমাদের মত শিল্পীরাও চান জনসমুদ্রে মিশে যেতে। এই ভিড়ে চাপা পড়তে আমরাও চাই। তবে ওঁর মৃত্যু আমায় কষ্ট দিচ্ছে। বাঙালি যে ওকে এত ভালবাসে সেটাই তো সবথেকে ভাল"।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/image-4.png)
আরও পড়ুন < ‘অপরাজিত’তে উমার চরিত্র নিয়ে ভুল তথ্য! অনীক দত্তকে কটাক্ষ ‘পথের পাঁচালি’র দুর্গার >
তবে ফের একবার রূপঙ্করের দোষকে নজর আন্দাজ করলেন নচিকেতা। বললেন, "ও আমার থেকে অনেক ছোট। ওদের উত্তেজনা বেশি, তাই ওরা বেশি করে বাংলার কথা বলতে চায়। বাংলার সংস্কৃতিকে ওরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চায়। বাঙ্গালিদের অভিমান আছে থাকবে! তবে আমার নেই। তবে কষ্ট একটাই যে রূপঙ্কর যাদের হয়ে কথাটা বলল তাঁরাই ওঁর পাশে নেই"। নচিকেতা এবং রূপঙ্করের এই যুগলবন্দীর বিরুদ্ধেই এবার সরব হয়েছেন, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, "নচিকেতা দা তোমার কথা মেনে নিতে পারলাম না। মানছি উনি দায়ী নন কেকে-র মৃত্যুর জন্য। কিন্তু একজন শিল্পী হয়ে আরেকজনকে কীভাবে অপমান করতে পারে, এবং আপনি সেটা মেনেও নিচ্ছেন? এই ক্ষেত্রে ওঁর পাশে দাঁড়ানো খুবই হাস্যকর মনে হচ্ছে"।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/image-3.png)
শুধু তাই নয়! কেকে-র মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি খেলা হচ্ছে সেই প্রসঙ্গেও তিনি জানালেন। গত ৩০ বছর ধরে সঙ্গীত দুনিয়ায় রয়েছেন, তবে কেকে-র মত সুরেলা মৃত্যু হল না আক্ষেপ করলেন নচিকেতা। অবাক হয়ে গেছি যখন জিৎদা বলল আমার গান নাকি শুনত কেকে। তবে বাঙালির এই অভিমান সহজে যাবে না।