scorecardresearch

বিয়ে ভাঙার ইঙ্গিত? বিবাহবার্ষিকীতে তৃণাকে ছেড়ে দুবাইতে একাই নীল

বিবাহবার্ষিকীতে মুখ খুললেন তৃণা, বললেন…

trina saha, neel bhattacharya, trina neeel wedding, trina neel divorce, trina saha tollywood, trina neel wedding rumors, trina neel relationship, তৃণা-নীল, তৃণা-নীল বিয়ে, তৃণা-নীলের ডিভোর্স, তৃণা-নীলের সম্পর্ক ভাঙছে?
তৃণা-নীলের সম্পর্ক ভাঙছে?

নীল তৃণার ঘর ভাঙছে? সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে ছবি নেই, না তো একজন আরেকজনের ছবিতে কমেন্ট করেন..দুই তারকা দম্পতিদের নিয়ে গুজগুজ ফিসফিস। দুজনের বিচ্ছেদের খবরও ছড়িয়ে পড়েছে চারিদিকে। তারই মাঝে এক মন ভাল করা খবর দিলেন তৃণা!

দীর্ঘদিন তাঁদের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছে। একে অপরের সঙ্গে ছবি নেই, কিছু নেই। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে তৃণা জানিয়েছিলেন, সংসার ভাঙ্গার কোনও প্রশ্ন নেই। বরং যারা এধরনের কথা বলছেন কেন বলছেন সেটাই ভেবে পাচ্ছেন না তাঁরা। তবে, আজ সমস্ত জল্পনায় জল ঢেলেছেন তৃণা ও নীল। বছর দুয়েক আগে এইদিনে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। বিগ ফ্যাট টলিউড ওয়েডিংয়ের সাক্ষী ছিল অনেকেই। আজ বিবাহবার্ষিকী উপলক্ষেই সোশ্যাল মিডিয়ায় অকপট তৃণা ও নীল। কী লিখলেন…?

দুজনের মিষ্টি ছবি শেয়ার করে লিখলেন, “তোমার সঙ্গে বুড়ো হতে চাই.. দ্বিতীয় বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা”। দুই তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। টেলি পাড়ার অন্যরা যেমন তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন তেমনই রয়েছেন দুজনের অনুরাগীরাও। সমস্ত বিতর্ক এখানেই শেষ, এমনও দাবি করেছেন তাঁর অনুরাগীরা। তবে, এই বিবাহবার্ষিকী উপলক্ষে নীল কিন্তু কলকাতায় নেই।

বেশ কিছুদিন আগেই আবু ধাবি পাড়ি দিয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, সেখানে দেদার আনন্দ করছেন। ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। দুবাইয়ে তাঁর উৎফুল্লতার শেষ নেই। তবে, এখানেও বিপদ! একা সেলিব্রেট করবেন তৃণা? লোকজনের বক্তব্য, তৃণাকে সঙ্গে নিলেই পারতে! যদিও বা তৃণা এখন ভীষণ ব্যস্ত ‘বলিঝড়’ এর শুটিংয়ে। তাঁর সঙ্গে জোরদার প্রমোশন করছেন ‘গভীর জলের মাছের’।

উল্লেখ্য, টলিপাড়ায় জোর গুঞ্জন, দুজনের নাকি ডিভোর্স হয়ে গিয়েছিল। যদিও আজকের ছবি প্রকাশ্যে আসার পর থেকে কিছুটা হলেও সেই জল্পনা কমবে। সংসার নিয়ে সমালোচনা করাও একেবারেই পছন্দ নয় তৃণার। তাই তো জানিয়েছিলেন, সংসার করছি আমি আর যত্ত চিন্তা ভাবনা অন্যদের।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Neel bhattacharyya and trina saha marriage anniversary shut down divorce rumor